Ajker Patrika

অনুমতি ছাড়া ভারতে যাওয়ায় ইউপি চেয়ারম্যানকে শোকজ

পরশুরাম (ফেনী) প্রতিনিধি
আপডেট : ১৮ অক্টোবর ২০২৩, ০১: ৩১
Thumbnail image

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর ভুঁইয়াকে সরকারি বিধি মোতাবেক ছুটি না নিয়ে ভারত ভ্রমণে যাওয়ায় তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। একই সময় বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ ২ নম্বর ওয়ার্ড সদস্য আবুল কাশেমকেও শোকজ করা হয়েছে। 

গত ১৫ অক্টোবর জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার সিনিয়র সহকারী কমিশনার সুলতানা নাসরিন কান্তা স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানা গেছে। 

চিঠিতে বলা হয়েছে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ভারত ভ্রমণ করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ আইন) ২০০৯ এর ৩৪ (৪) এর (জ) ধারা মোতাবেক চেয়ারম্যান পদ থেকে অপসারণযোগ্য অপরাধ হয়েছে। নোটিশ প্রাপ্তির পাঁচ দিনের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবরে কেন ছুটি ছাড়া ভারত ভ্রমণ করেছেন তা প্রমাণসহ লিখিত জবাবের নির্দেশনা দেওয়া হয়েছে। 

অপরদিকে আজ মঙ্গলবার দুপুরে চেয়ারম্যানের পক্ষে বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ সচিব মো. আইয়ুব হোসেন ভবিষ্যতে নিয়ম বহির্ভূতভাবে বিদেশ ভ্রমণ করবেন না বলে অঙ্গীকারনামাসহ লিখিত জবাব জমা দিয়েছেন। জবাবে চেয়ারম্যান ভারতে চিকিৎসা সেবা নিতে যান বলে উল্লেখ করেছেন। চেয়ারম্যান গত ২৬ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ভারতে অবস্থান করেন। 
 
সূত্রে জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর বক্সমাহমুদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল গফুর ভূঁইয়া তাঁর সহধর্মিণীকে সঙ্গে নিয়ে চিকিৎসার জন্য ভারতের চেন্নাই ভ্রমণে যান। একই সময় তাঁর সঙ্গে ইউপি সদস্য আবুল কাশেমও ছিলেন। 

সরকারি বিধি মোতাবেক স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে কোনো অনুমতি কিংবা ছুটি না নেওয়ায় বিষয়টি জেলা প্রশাসকের নজরে আসে। তিনি বিষয়টির সত্যতা পেয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়কে অবহিত করেন। এরপর গত ৯ অক্টোবর বিভাগীয় কমিশনার কার্যালয় থেকে চেয়ারম্যানকে শোকজ করা হয়। 

এদিকে গত রোববার ভারত ভ্রমণ শেষে চেয়ারম্যান আবদুল গফুর দেশে ফেরেন। এ সময় ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। 

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের একটি সূত্র জানিয়েছে, গতকাল সোমবার ইউপি চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া ইউএনওর কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে শোকজের লিখিত জবাব ও অঙ্গীকারনামা জমা দিয়েছেন। তবে চিকিৎসার জন্য ভারতে যাওয়ার বিষয়ে চিকিৎসকের ব্যবস্থাপত্র জমা দিতে না পারায় আজ মঙ্গলবার পুনরায় কাগজপত্র জমা দিয়েছেন। 

বক্সমাহমুদ ইউপি চেয়ারম্যান আবদুল গফুর ভূঁইয়া বলেন, ‘অসুস্থতার কারণে চিকিৎসাসেবা জন্য পরিবার নিয়ে ভারতে যাই। সরকারি অনুমতির জন্য আবেদন করেছিলাম। তবে অনুমতির আগেই বিদেশে গেলেও ইউএনওকে মৌখিকভাবে বলে যাই। তাই নিয়ম মেনেই ছুটির আবেদন করে ভারতে গিয়েছি। এখানে সরকারি নিয়মের কোনো ব্যত্যয় ঘটেনি।’ 

পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজা হাবিব শাপলা জানান, জনপ্রতিনিধিদের দেশের বাইরে বহির্গমন করতে হলে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। অথচ এই নির্দেশনা অমান্য করে গত ২৬ সেপ্টেম্বর চেয়ারম্যান বাংলাদেশ থেকে ভারতে ভ্রমণে যান। অপসারণযোগ্য অপরাধ হওয়ায় তাকে জেলা প্রশাসকের কার্যালয় থেকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। এই বিষয় চেয়ারম্যান তাঁর লিখিত জবাব দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত