Ajker Patrika

কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজের বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠিত

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান কেডিএস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক পুনর্মিলনী, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কুমিরার ফ্যাক্টরি প্রাঙ্গণে দিনব্যাপী এই বার্ষিক পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

প্রধান অতিথির বক্তব্যে কেওয়াই স্টিল সিইও জাবির হোসাইন জাবির হোসেইন বলেন, ‘কেওয়াই স্টিল প্রতিষ্ঠানে কর্মী বান্ধব পরিবেশ সৃষ্টি করতে বদ্ধপরিকর। সেই উদ্দেশেই কর্মকর্তা কর্মচারীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে কেওয়াই স্টিল কাজ করে যাচ্ছে এবং প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে পারস্পরিক আস্থা ও বিশ্বাসের জায়গাকে সমুন্নত করে ভবিষ্যতে কেওয়াই স্টিল আরও সামনে এগিয়ে যাবে। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কেওয়াইসিআর এর প্ল্যান্ট হেড রঞ্জিত বড়ুয়া, ডিজিএম (অটোমেশন অ্যন্ড সিস্টেম) পার্থ প্রতিম ঘোষ, ফিন্যান্স ও অ্যাকাউন্টসের এজিএম আসিফ মো. তানভীর হোসাইন, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স এরশাদুল্লাহ, সিভিল এন্ড কনস্ট্রাকশন এজিএম নুরনবী, প্ল্যান্ট ম্যানেজার-কেওয়াই স্টিলের সন্তোষ মানি ত্রিপাঠী, সিনিয়র ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) নাসিরউদ্দিন, সিনিয়র ম্যানেজার (এইচআর এন্ড এডমিন) ফারিয়া ইসরাত, বিজনেস কো-অর্ডিনেটর এসএম রাশেদসহ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত