Ajker Patrika

ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়া হলো না মাদ্রাসাছাত্র জাহিনের

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়া হলো না মাদ্রাসাছাত্র জাহিনের

চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে দ্রুতগামী একটি ট্রাকচাপায় মো. জাহিন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮টার দিকে হাটহাজারী পৌরসভার কলেজগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থী ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের আজাদীবাজার এলাকার জহির মিয়ার ছেলে। 

নিহত জাহিন তার মামা আশরাদ আলমের সঙ্গে মোটরসাইকেল ফুফুর বাড়িতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে ওই মহাসড়কের নাফিতের ঘাটা নামক এলাকায় পৌঁছালে তাদের মোটরসাইকেলের সামনে একটি ভ্যান গাড়ি পড়ে। এ সময় জাহিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায়। সে তার গ্রামের বাড়িতে স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষার্থী জাহিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন গহিরা হাইওয়ে থানার ওসি কামরুল আজম। তিনি জানান, চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের নাফিতের ঘাটা নামক এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিন নামের এক শিশু নিহত হওয়ার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এরপর নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহটি উদ্ধার করেন। 

ওসি বলেন, ‘এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত