Ajker Patrika

সৈকত দর্শনে রাষ্ট্রপতি সপরিবারে কক্সবাজারে

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি
আপডেট : ৩০ জুলাই ২০২৩, ১৮: ২৫
সৈকত দর্শনে রাষ্ট্রপতি সপরিবারে কক্সবাজারে

দুই দিনের সফরে কক্সবাজার এসেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবউদ্দিন। আজ রোববার দুপুর ১২টায় রাষ্ট্রপতিকে বহন করা হেলিকপ্টার কক্সবাজারে বিমানবন্দরে অবতরণ করে।

এ সময় কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানানো হয়। পরে গাড়িবহর নিয়ে একটি সার্কিট হাউসে যান তিনি। সেখানে তিনি গার্ড অব অনার গ্রহণ করেন।

এরপর রাষ্ট্রপতি আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত লাবণি পয়েন্টের একটি রিসোর্টে ওঠেন। বিকেলে সমুদ্র দর্শনের পর সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি।

কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ শাহীন ইমরান আজকের পত্রিকাকে বলেন, আজ রাত যাপনের পর আগামীকাল সোমবার মেরিন ড্রাইভসহ কক্সবাজারের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখবেন রাষ্ট্রপতি। কাল বিকেলেই তাঁর ঢাকা ফিরে যাওয়ার কথা রয়েছে।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির সফরকে ঘিরে কক্সবাজার শহরে চার স্তরের নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে আছেন তাঁর পরিবারের সদস্যসহ ৩০ জন কর্মকর্তা। গতকাল শনিবার রাষ্ট্রপতি বান্দরবানের নীলগিরি পৌঁছান। সেখান থেকে আজ হেলিকপ্টারে কক্সবাজারে আসেন। গত ২৪ এপ্রিল দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার পর কক্সবাজারে এটিই তাঁর প্রথম সফর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত