Ajker Patrika

তিতাসে গ্রামীণ বাজার রক্ষার্থে এলাকাবাসীর মানববন্ধন

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি 
তিতাসে গ্রামীণ বাজার রক্ষার্থে এলাকাবাসীর মানববন্ধন

কুমিল্লার তিতাস উপজেলার বলরামপুর গ্রামের নয়াবাজারে ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ থেকে বাজারটি রক্ষার্থে এলাকাবাসী মানববন্ধন করেছে। আজ শনিবার দুপুরে নয়াবাজারে এই মানববন্ধন করেন এলাকাবাসী। 

এ নিয়ে বলরামপুর গ্রামের বাসিন্দা আল-আমিন বলেন, বলরামপুর মৌজার সাবেক ১২৪৭ দাগের হালে ২৬৫১ দাগের ৪৫ শতক ভূমির ওপর আজ থেকে প্রায় শত বছর আগে নয়াবাজার নামে বাজারটি প্রতিষ্ঠিত হয়। এই দীর্ঘ বছর ধরে নয়াবাজারে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে এবং বিক্রি করতে আসেন আশপাশের নাগেরচর, কাপাসকান্দি, তুলাকান্দি, চরেরগাঁও, বলরামপুর উত্তর দক্ষিণসহ দুর্গাপুর গ্রামের বাসিন্দারা। আজ এই বাজারে স্থায়ী ৩০টি ব্যবসায়ী উচ্ছেদ করে যদি ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ করা হয়, তাহলে উল্লেখিত গ্রামবাসী চরম দুর্ভোগের শিকার হবেন এবং ব্যবসায়ীদের ছেলে-মেয়ে নিয়ে পথে বসার উপক্রম হবে। আমরা উক্তি বাজারটি রক্ষার্থে গত ১৬ জুন কুমিল্লা জেলা প্রশাসক বরাবর চার শত লোকের স্বাক্ষর সংবলিত আবেদন করেছি। 

মানববন্ধনে অংশগ্রহণকারী নাজমুল হাসান কিরন বলেন, এই বাজারের পাশে আরও খাস ভূমি আছে, সরকারের প্রয়োজনে ওই জায়গাটিও নিতে পারে। 

দক্ষিণ বলরামপুর গ্রামের বাসিন্দা সাবেক মেম্বার রাইজ উদ্দিন (৮০) বলেন, ‘আজ যদি এই বাজারটি উচ্ছেদ করা হয় তাহলে আশপাশের গ্রামবাসীর অনেক দূরে বাজার করতে যেতে হবে। প্রশাসনের প্রতি আমার জোরদাবি বাজারটি যেন উচ্ছেদ না করে।’ 

এ নিয়ে বলরামপুর ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা পিন্টু দাস বলেন, নয়াবাজারটি খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। তাই আমরা ভূমিহীনদের জন্য গৃহনির্মাণ করতে উক্ত জায়গাটি মনোনীত করেছি। 

উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) এম আবু নওশাদ বলেন, নয়াবাজারে যেখানে দোকান ঘর আছে তা থাকবে, আর যেখানে ঘর আছে তারা ভূমিহীন তাঁদের জন্য গৃহনির্মাণ করা হবে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  এটিএম মোর্শেদ বলেন, ‘ওই বাজারটি মূলত সরকারি খাস জায়গার ওপর অবস্থিত। যেহেতু এটা সরকারি খাস জায়গার ওপর অবস্থিত সেহেতু এটা আজ অথবা কাল অবৈধ দখলদারদের কাছ থেকে উচ্ছেদ করার মাধ্যমে উদ্ধার করা হবে। আমরা চাই বাজারের এলোমেলো ঘরগুলো ভেঙে আশ্রয়ণ প্রকল্প করি।  এখানে বাজারও থাকবে, আশ্রয়ণ প্রকল্পের ঘরও হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত