Ajker Patrika

কারাগারে নেওয়ার পথে আসামির পলায়ন, ৭ পুলিশ প্রত্যাহার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৪: ৩৮
কারাগারে নেওয়ার পথে আসামির পলায়ন, ৭ পুলিশ প্রত্যাহার 

চট্টগ্রাম আদালতে পুলিশের হেফাজত থেকে এক আসামি পালানোর ঘটনায় জেলার সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে চন্দনাইশ থানা থেকে শামসুল হক বাচ্চু (৬০) নামের মাদক মামলার ওই আসামিকে চট্টগ্রাম আদালতে আনা হয়। এ সময় আদালত থেকে কারাগারে নেওয়ার পথে আসামি শামসুল পালিয়ে যান। তবে বিষয়টি জানাজানি হয় আজ সোমবার। পলাতক শামসুল হক কুমিল্লার কোতোয়ালি মডেল থানার কালীরবাজার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

আদালত সূত্র জানায়, গত বুধবার (৪ জানুয়ারি) চন্দনাইশ পৌরসভার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১ হাজার ইয়াবাসহ শামসুল হককে আটক করে পুলিশ। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর  বিরুদ্ধে মামলা হয়। পরদিন বৃহস্পতিবার ওই আসামিকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিকেলে কোর্ট হাজতখানা থেকে প্রিজন ভ্যানে করে চট্টগ্রাম কারাগারে নেওয়ার সময় হ্যান্ডকাপসহ শামসুল হক পালিয়ে যান।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘চট্টগ্রাম আদালতে হ্যান্ডকাপসহ এক আসামি পালানোর ঘটনায় সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। এদের মধ্যে একজন উপপরিদর্শক (এসআই), দুজন সহকারী ট্রাফিক উপপরিদর্শক (এটিএসআই) ও চারজন কনস্টেবল রয়েছেন। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করা হয়েছে। তদন্তে কেউ দোষী প্রমাণিত হলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ 

আরিফ হোসেন আরও বলেন, ‘এ ঘটনায় গত শুক্রবার কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে। আসামিকে ধরার জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে আমরা আসামিকে গ্রেপ্তারে সক্ষম হব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত