Ajker Patrika

ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্রাহ্মণপাড়ার ৩ যুবক নিহত

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
ট্রাক-অটোরিকশা সংঘর্ষে ব্রাহ্মণপাড়ার ৩ যুবক নিহত

কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বারে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ব্রাহ্মণপাড়ার তিন যুবক নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে দেবিদ্বারের সংচাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকেরা হলেন, ব্রাহ্মণপাড়া উপজেলা সদর ইউনিয়নের ধান্যদৌল মধ্যপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মো. নাজমুল হাসান (২৭), মাধবপুর ইউনিয়নের রানীগাছ গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে আকরাম হোসেন (১৯) ও একই গ্রামের মুরশিদ মিয়ার ছেলে মো. জিলানী (৩৫)।

এসব তথ্য নিশ্চিত করেছেন তদন্তকারী কর্মকর্তা মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মুজিবুর রহমান। 

ব্রাহ্মণপাড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন যুবকের বাড়িতে স্বজনদের আহাজারিতেতিনি জানান, কুমিল্লাগামী ট্রাকের সঙ্গে ঘটনাস্থলে ব্রাহ্মণবাড়িয়াগামী সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে আকরাম হোসেন নামের এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত দুজনকে প্রথমে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

পুলিশ পরিদর্শক কামাল উদ্দিন বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে তাদের মরদেহ স্বজনদের কাছ হস্তান্তর করা হবে। এ ছাড়া, ট্রাক ও অটোরিকশা ফাঁড়িতে আনা হয়েছে। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তার তদন্ত করছি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতার সামনে অপ্রস্তুত হয়ে পড়ে ভারত: ব্রিটিশ বিশ্লেষক

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

পুরোনো রাউটার ফেলে না দিয়ে যে কাজে ব্যবহার করতে পারেন

পোশাকের পর অস্ত্র প্রশিক্ষণও পাচ্ছেন ভারপ্রাপ্ত এডিরা

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির পেছনের কূটনীতি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত