Ajker Patrika

আরসাপ্রধানের ভাইয়ের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, রিমান্ড চায় পুলিশ

কক্সবাজার ও উখিয়া প্রতিনিধি
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ২১: ২১
আরসাপ্রধানের ভাইয়ের বাংলাদেশি জাতীয় পরিচয়পত্র, রিমান্ড চায় পুলিশ

মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর ভাই শাহ আলীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের সময় তাঁর কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রও উদ্ধার করা হয়েছে। বাংলাদেশে তিনি নাগরিক হিসেবে চট্টগ্রাম শহরের দেওয়ান বাজারের ঠিকানা ব্যবহার করেছেন। 

এদিকে, শাহ আলীকে আটকের পর সেখানে বড় ধরনের নাশকতা চালানোর কোনো পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখতে শাহ আলীকে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। 

গত রোববার ভোর রাতে কক্সবাজারের উখিয়ার কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা শিবিরের নৌকার মাঠসংলগ্ন এলাকা থেকে অস্ত্র, মাদকসহ শাহ আলীকে (৫৫) গ্রেপ্তার করা হয়। এ সময় দেশীয় তৈরি ১টি বন্দুক, ১টি বড় আকারের ছোরা ও ১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক জানান, তাঁদের কাছে গোয়েন্দা তথ্য ছিল উখিয়ার ৬ নম্বর রোহিঙ্গা শিবিরে কিছু দুষ্কৃতকারী অবস্থান নিয়েছে এবং তারা শিবিরে বড় ধরনের নাশকতা ঘটাতে পারে। এমন তথ্যের ভিত্তিতে রোববার ভোরে ড্রোন ব্যবহার করে আর্মড পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় মিয়ানমারের নিষিদ্ধ সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর ভাই মো. শাহ আলীকে আটক করা হয়।

নাঈমুল হক বলেন, শাহ আলী জিজ্ঞাসাবাদে আরসা নেতা তাঁর ভাই আতাউল্লাহ আবু আম্মার জুনুনীর সঙ্গে যোগাযোগ থাকার কথা স্বীকার করেছেন। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) উপপরিদর্শক মোহাম্মদ রুহুল আজম বাদী হয়ে এ ঘটনায় কক্সবাজারের উখিয়া থানায় একটি মামলা করেছেন। এ ছাড়া মাদক ও অস্ত্র উদ্ধার এবং অপহরণের ঘটনায় আরও পৃথক দুটি মামলা করা হয়েছে। এসব মামলায় শাহ আলী ও ৬ নম্বর রোহিঙ্গা শিবিরের এ-১১ ব্লকের বাসিন্দা মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ জোবাইরসহ আরও দুজনকে আসামি করা হয়েছে। 

শাহ আলীকে আটকের সময় মোহাম্মদ সালেহ নামের এক রোহিঙ্গা যুবককে চোখ বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশ। তাঁকে মুক্তিপণের জন্য আটকে রেখে নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন ওই যুবক। 

জানা গেছে, শাহ আলীর বিরুদ্ধে বিরুদ্ধে ঢাকার হাজারীবাগ থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা রয়েছে। ২০১৯ সালে পুলিশের করা ওই মামলায় এত দিন তিনি হাইকোর্ট থেকে জামিনে ছিলেন। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সঞ্জুর মোরশেদ বলেন, এ ঘটনায় তিনটি মামলা হয়েছে। গ্রেপ্তার শাহ আলীকে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়েছে।

ওসি জানান, শাহ আলীর কাছ থেকে উদ্ধার করা বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করা হয়েছে চট্টগ্রাম শহরের কোতোয়ালি থানার দেওয়ান বাজারের জয়নব কলোনি। তাঁর এনআইডি নম্বর-১৯৭১১৫৯৪ ১২০০০০০১৮।  

আরসার প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি। তাঁর বাবা মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পাকিস্তানের করাচিতে চলে যান। করাচিতেই আতাউল্লাহর জন্ম। পরে সৌদি আরবে পাড়ি জমান তিনি। সেখানেই পড়াশোনা করেছেন। ২০১৭ সালে আরাকানে সহিংসতা শুরু হওয়ার পর তিনি আলোচনায় আসেন। 

২০১৭ সালের ২৫ আগস্টের পর মিয়ানমার সেনাবাহিনীর সহিংস অভিযানে বাস্তুচ্যুত হয়ে প্রায় সাড়ে আট লাখ রোহিঙ্গা কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেয়। বিগত দুই বছর রোহিঙ্গা শিবিরে অস্থিরতা, খুনোখুনি, মাদক পাচারসহ নানা অপরাধে আরসার জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে একাধিকবার। 

এর আগে গত বছরের ২৯ সেপ্টেম্বর উখিয়ার কুতুপালং লাম্বাশিয়া ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ মাস্টার। দেশ-বিদেশে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে সরব ছিলেন মুহিবুল্লাহ। এ জন্য প্রত্যাবাসনবিরোধী ও আরসার সন্ত্রাসীরা তাঁকে হত্যা করেছে বলে তাঁর পরিবার থেকে অভিযোগ করা হয়। এরপর ক্যাম্পের ভেতরে একটি মাদ্রাসায় হামলা চালিয়ে ছয় রোহিঙ্গা হত্যার ঘটনায়ও আরসার বিরুদ্ধে অভিযোগ ওঠে। 

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের তথ্যমতে, মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর এ পর্যন্ত তথাকথিত আরসা নামধারী ১১৪ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট, চোরাচালানে জড়িত, ওয়ারেন্টভুক্ত আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত আরও ৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোমাদের যে কিছু করিনি, তা-ই ভাগ্য—ডাকাতির সময় দুই কিশোরীকে সাবেক সেনা কর্মকর্তা

গাজীপুরে সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

সাধুর বেশে এসে সাবেক স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

স্টার্টআপ থেকে স্মার্ট সিটি: যেভাবে দক্ষিণ কোরিয়ার বিনিয়োগ টানছে বাংলাদেশ

বরিশাল-১: স্বপন-কুদ্দুসের দ্বন্দ্বে নির্বাচনের আগে দলে অস্থিরতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত