Ajker Patrika

বিয়ের ৭ দিন পর শ্বশুরবাড়িতে গৃহবধূর আত্মহত্যা

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
বিয়ের ৭ দিন পর শ্বশুরবাড়িতে গৃহবধূর আত্মহত্যা

চাটখিলের রুহিতখালী গ্রামের রিফুজী বাড়ির শাহ আলমের স্ত্রী পলি আক্তার (১৯) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। গতকাল রোববার রাতে আত্মহত্যা করেন তিনি। মৃত ওই গৃহবধূ উপজেলার ধর্মপুর গ্রামের মাইঝের বাড়ির মো. বাবুলের মেয়ে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গত সোমবার পলির সঙ্গে শাহ আলমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের মাত্র ৭ দিন পরই ওই গৃহবধূ শ্বশুরবাড়িতে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। 

এ ব্যাপারে খিলপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইকবাল হোসেন বলেন, খবর পেয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত