সমির মল্লিক, খাগড়াছড়ি
নানা সীমাবদ্ধতা সত্ত্বেও খাগড়াছড়িতে গত এক দশকে বিকশিত হয়েছে পর্যটন খাত। সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়ন ও সড়ক যোগাযোগ বিস্তৃত হওয়ায় এর অগ্রগতি হয়েছে। ‘ফাউন্টেন টুরিজম’ (ঝরনা পর্যটন) পাহাড়ে পর্যটনে সমৃদ্ধি আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে পর্যটকদের নিরাপত্তা সংকটসহ অনেক পর্যটন কেন্দ্র দুর্গম হওয়ায় অনেক পর্যটক এই সব এলাকায় ভ্রমণে আগ্রহী হচ্ছেন না।
খাগড়াছড়িতে ছোটবড় ঝরনার সংখ্যা দশটি। এ মধ্যে রিছাং ঝরনা, শিলাছড়ি, তৈদুছড়া, তুয়ারি মাইরাং, হরিণামারা, তৈছামা, হাজাছড়া অন্যতম। ঝরনার গড় উচ্চতা ৫০ থেকে ৬০ ফুট। ভরা বর্ষায় প্রাণ ফিরে পায় এসব ঝরনা। নয়নাভিরাম এসব ঝরনাকে ঘিরে খাগড়াছড়িতে সম্ভাবনাময় ‘ফাউন্টেন টুরিজম’।
জেলার দীঘিনালায় তৈদুছড়া-১ ও তৈদুছড়া-২ ঝরনা অবস্থিত। এসব এলাকায় সড়ক যোগাযোগ না থাকায় হেঁটে এসব ঝরনা পৌঁছাতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। ফলে সব বয়সী পর্যটক এখানে যেতে পারে না। এ রকম আরও ৫টি ঝরনা রয়েছে এই এলাকায়।
ঝরনা সংলগ্ন এলাকার ইউপি সদস্য গণেশ ত্রিপুরা জানান, ‘আমার এলাকায় তৈদুছড়া, তুয়ারি মাইরাং, তৈছামাসহ ৫টি ঝরনা রয়েছে। তবে সম্ভাবনা সত্ত্বে অবকাঠামো উন্নয়ন না হওয়ায় এখানে পর্যটন বিকশিত হচ্ছে না। অনেক দেশ কমিউনিটি টুরিজমের মাধ্যমে উন্নয়ন হলেও পার্বত্য চট্টগ্রামের মানুষ একেবারে বঞ্চিত।’
জেলা পরিষদ পার্কের আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, ‘এখানকার অর্থনীতি মূলত কৃষি ও বন নির্ভর। এর বাইরে সবচেয়ে সম্ভাবনাময় খাত হল পর্যটন। জেলা পরিষদের উদ্যোগে ঝুলন্ত সেতুসহ পার্ক গড়ে তোলায় এটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান। এখানে পর্যটন কেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করা গেলে পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। এ ছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে টুরিস্ট পুলিশের টহল বাড়াতে হবে।’
ঝরনা কেন্দ্রিক পর্যটন গড়ে তোলার জন্য প্রাকৃতিক ঝরনা রক্ষায় বন ও পরিবেশ সুরক্ষা এবং বনায়নের পরামর্শ দিয়েছে খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. সরোয়ার আলম। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম প্রচুর প্রাকৃতিক ঝরনা রয়েছে। এসব ঝরনায় বর্ষায় যেভাবে পানি প্রবাহিত হয় তা ধরে রাখতে গেলে আমাদের বন রক্ষা করতে হবে। নতুন করে বনায়ন ও পরিবেশ সুরক্ষা করতে হবে।
পর্যটকদের নিরাপত্তা দান প্রসঙ্গে টুরিস্ট পুলিশ খাগড়াছড়ি ইউনিটের ইনচার্জ বিজন কুমার দাশ বলেন ‘আলুটিলা, রিছাং ঝরনা, জেলা পরিষদ এলাকায় আগত পর্যটকদের নিরাপত্তা দিচ্ছে টুরিস্ট পুলিশ। তবে দুর্গম এলাকায় যেসব পর্যটন এলাকা রয়েছে সেখানে যোগাযোগ ব্যবস্থা না থাকায় টহল দিতে পারি না। এসব এলাকায় উন্নয়ন হলে টুরিস্ট পুলিশ সেবা দিতে পারবে।’
নানা সীমাবদ্ধতা সত্ত্বেও খাগড়াছড়িতে গত এক দশকে বিকশিত হয়েছে পর্যটন খাত। সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় অবকাঠামোগত উন্নয়ন ও সড়ক যোগাযোগ বিস্তৃত হওয়ায় এর অগ্রগতি হয়েছে। ‘ফাউন্টেন টুরিজম’ (ঝরনা পর্যটন) পাহাড়ে পর্যটনে সমৃদ্ধি আনবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। তবে পর্যটকদের নিরাপত্তা সংকটসহ অনেক পর্যটন কেন্দ্র দুর্গম হওয়ায় অনেক পর্যটক এই সব এলাকায় ভ্রমণে আগ্রহী হচ্ছেন না।
খাগড়াছড়িতে ছোটবড় ঝরনার সংখ্যা দশটি। এ মধ্যে রিছাং ঝরনা, শিলাছড়ি, তৈদুছড়া, তুয়ারি মাইরাং, হরিণামারা, তৈছামা, হাজাছড়া অন্যতম। ঝরনার গড় উচ্চতা ৫০ থেকে ৬০ ফুট। ভরা বর্ষায় প্রাণ ফিরে পায় এসব ঝরনা। নয়নাভিরাম এসব ঝরনাকে ঘিরে খাগড়াছড়িতে সম্ভাবনাময় ‘ফাউন্টেন টুরিজম’।
জেলার দীঘিনালায় তৈদুছড়া-১ ও তৈদুছড়া-২ ঝরনা অবস্থিত। এসব এলাকায় সড়ক যোগাযোগ না থাকায় হেঁটে এসব ঝরনা পৌঁছাতে সময় লাগে প্রায় ২ ঘণ্টা। ফলে সব বয়সী পর্যটক এখানে যেতে পারে না। এ রকম আরও ৫টি ঝরনা রয়েছে এই এলাকায়।
ঝরনা সংলগ্ন এলাকার ইউপি সদস্য গণেশ ত্রিপুরা জানান, ‘আমার এলাকায় তৈদুছড়া, তুয়ারি মাইরাং, তৈছামাসহ ৫টি ঝরনা রয়েছে। তবে সম্ভাবনা সত্ত্বে অবকাঠামো উন্নয়ন না হওয়ায় এখানে পর্যটন বিকশিত হচ্ছে না। অনেক দেশ কমিউনিটি টুরিজমের মাধ্যমে উন্নয়ন হলেও পার্বত্য চট্টগ্রামের মানুষ একেবারে বঞ্চিত।’
জেলা পরিষদ পার্কের আহ্বায়ক পার্থ ত্রিপুরা জুয়েল বলেন, ‘এখানকার অর্থনীতি মূলত কৃষি ও বন নির্ভর। এর বাইরে সবচেয়ে সম্ভাবনাময় খাত হল পর্যটন। জেলা পরিষদের উদ্যোগে ঝুলন্ত সেতুসহ পার্ক গড়ে তোলায় এটি এখন পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান। এখানে পর্যটন কেন্দ্রিক অবকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা জোরদার করা গেলে পর্যটন খাত আরও সমৃদ্ধ হবে। এ ছাড়া পর্যটন কেন্দ্রগুলোতে টুরিস্ট পুলিশের টহল বাড়াতে হবে।’
ঝরনা কেন্দ্রিক পর্যটন গড়ে তোলার জন্য প্রাকৃতিক ঝরনা রক্ষায় বন ও পরিবেশ সুরক্ষা এবং বনায়নের পরামর্শ দিয়েছে খাগড়াছড়ির বিভাগীয় বন কর্মকর্তা মো. সরোয়ার আলম। তিনি বলেন, ‘পার্বত্য চট্টগ্রাম প্রচুর প্রাকৃতিক ঝরনা রয়েছে। এসব ঝরনায় বর্ষায় যেভাবে পানি প্রবাহিত হয় তা ধরে রাখতে গেলে আমাদের বন রক্ষা করতে হবে। নতুন করে বনায়ন ও পরিবেশ সুরক্ষা করতে হবে।
পর্যটকদের নিরাপত্তা দান প্রসঙ্গে টুরিস্ট পুলিশ খাগড়াছড়ি ইউনিটের ইনচার্জ বিজন কুমার দাশ বলেন ‘আলুটিলা, রিছাং ঝরনা, জেলা পরিষদ এলাকায় আগত পর্যটকদের নিরাপত্তা দিচ্ছে টুরিস্ট পুলিশ। তবে দুর্গম এলাকায় যেসব পর্যটন এলাকা রয়েছে সেখানে যোগাযোগ ব্যবস্থা না থাকায় টহল দিতে পারি না। এসব এলাকায় উন্নয়ন হলে টুরিস্ট পুলিশ সেবা দিতে পারবে।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম যেন বিভীষিকাময় হয়ে উঠেছে। ফেসবুকে ঢুকলেই ওই দুর্ঘটনার মন খারাপ করা ছবি ও ভিডিও এড়িয়ে যাওয়ার উপায় নেই। স্ক্রল করতে করতে হঠাৎ চোখ আটকে যায় ‘এসএসসি ০৫-এইচএসসি ০৭’ গ্রুপের একটি পোস্টে।
৩ ঘণ্টা আগেজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের করিডরে আগের দিনের মতো চিৎকার-চেঁচামেচি ছিল না গতকাল মঙ্গলবার। ছিল না রক্তের জন্য ছোটাছুটি। হাসপাতালজুড়ে কেমন যেন একটা উৎকণ্ঠা। এই উৎকণ্ঠা দগ্ধ শিশুগুলোর স্বজনদের চোখেমুখে। সবার প্রার্থনা, আর যেন কোনো দুঃসংবাদ কানে না আসে, সব শিশু যেন সুস্থ হয়ে ওঠে।
৩ ঘণ্টা আগেশিক্ষার্থীদের প্রতি মমত্ববোধ ও দায়িত্ববোধের অসাধারণ উদাহরণ তৈরি করে গেলেন রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহরীন চৌধুরী। যুদ্ধবিমানটি যখন তাঁর প্রতিষ্ঠানে বিধ্বস্ত হয়, তখনো তিনি অক্ষত ও সুস্থ ছিলেন। কিন্তু বিপদের মুখেই তিনি ঝাঁপিয়ে পড়েছিলেন নিজের সন্তানের মতো ছাত্রছাত্রীদের বাঁচাতে।
৩ ঘণ্টা আগেরাজধানীর উত্তরার দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের কোলাহল নেই। বিমানবাহিনীর বিধ্বস্ত প্রশিক্ষণ যুদ্ধবিমানের বিকট শব্দে থেমে গেছে সেই কোলাহল। থামেনি সন্তান বা স্বজনহারাদের বুকফাটা কান্না, মাতম। হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছে আহত ও দগ্ধরা।
৩ ঘণ্টা আগে