Ajker Patrika

সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় কাস্টমসের ৫ সদস্যের তদন্ত কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ০৫ জুন ২০২২, ১৪: ২৩
সীতাকুণ্ডে বিস্ফোরণের ঘটনায় কাস্টমসের ৫ সদস্যের তদন্ত কমিটি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম কাস্টমস। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে আজ রোববার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান চট্টগ্রাম কাস্টমস হাউসের কমিশনার ফখরুল আলম। 

ফখরুল আলম বলেন, ‘আমরা কাস্টমস থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছি। এটা শুধু কাস্টমস এককভাবে করবে।’ 

কাস্টমস কর্মকর্তা বলেন, এই ডিপোতে শুধু আমদানি ও রপ্তানিপণ্য ছিল। আমদানি যে পণ্য আছে, সেটি ক্ষয়ক্ষতি হলে কাস্টমস আইনে সেটির শুল্ক থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ আছে। সুতরাং পর্যালোচনা করে সেটির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। 

কাস্টমস কর্মকর্তা বলেন, ‘এ ঘটনা কীভাবে সংঘটিত হয়েছে তার কারণ উদ্‌ঘাটনে কাস্টমস, বন্দর ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে আরও একটি কমিটি করা হয়েছে। সেই কমিটিতে সদস্য হিসেবে কাস্টমসের একজন সিনিয়র ডেপুটি কমিশনারকে দিয়েছি। তাঁরা যখন সম্মিলিতভাবে রিপোর্টগুলো দেবেন, সেই রিপোর্টগুলো পর্যালোচনা করে আমরা আইনগতভাবে সিদ্ধান্ত নেব।’ 

ফখরুল আলম বলেন, ‘সাত দিনের মধ্যে কাস্টমসের কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলেছি। অন্য কমিটিও এমন সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে। এটা দ্রুতই নিষ্পত্তি হবে।’ তবে ডিপোতে কতগুলো কনটেইনার ছিল তা জানাতে পারেননি এই কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত