ক্রীড়া ডেস্ক
বাংলাদেশের পূর্বাঞ্চলে চলছে ভয়াবহ বন্যা। কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। সামাজিক মাধ্যমে নিজ এলাকার বন্যার ভয়াবহতা তুলে ধরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
কর্মসূত্রে ঢাকায় থাকতে হলেও সাইফউদ্দিনের পৈতৃক নিবাস ফেনী। ইন্টারনেট সংযোগ দূরে থাক, ফেনীর মানুষদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করাও অনেকটা অসম্ভব এখন। কারণ ফেনীর বেশির ভাগ এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাইফউদ্দিন লিখেছেন, ‘আজকে সারাটা দিন দেখলাম সরকারিভাবে সেরকম রেসকিউ টিম বা খাবার বন্যা কবলিত মানুষদের পাশে দেখিনি। চোখে পড়েনি। এটা সত্যি অনেক দুঃখজনক। ফেনীকে বাঁচান। আমার গ্রামের বাড়িতে অনেক আত্মীয় আটকে পড়ে আছেন।’ পোস্ট দেওয়া শেষে প্রার্থনা করার ইমোজি দিয়েছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
বন্যা দুর্গতদের নিয়ে সামাজিক মাধ্যমে বেশিই সরব রুবেল হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত পরশু থেকে এখন পর্যন্ত ছয়টি পোস্ট দিয়েছেন রুবেল, যার মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও রয়েছে। সেখানে দেখা গেছে, ট্রাক-কাভার্ড ভ্যানে নৌকা নিয়ে অসংখ্য মানুষ রওনা দিচ্ছেন বন্যাদুর্গত এলাকায়। রুবেল সেই ভিডিওর ক্যাপশন দিয়েছেন, ‘ভিডিওটি দেখে নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ে গেল। এই এক অনন্য সম্প্রীতির বাংলাদেশ। ফেনীর উদ্দেশ্যে শত শত নৌকা নিয়ে ছুটে চলেছে মানুষ।’
বাংলাদেশে এমনিতেই এখন চলছে বর্ষাকাল। এরই মধ্যে অনেক সংবাদমাধ্যমে খবর এসেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট গেট খুলে দেওয়া হয়েছে। চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পেছনে বাঁধ খুলে দেওয়াকেই বড় কারণ বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে রুবেল গতকাল সকালে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘এত পানি কোথা থেকে এল, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল—এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনো দিনই জানবে না?’
বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। এরই মধ্যে বন্যাদুর্গতদের জন্য হটলাইন নাম্বারও চালু হয়েছে। তবে বন্যার ভয়াবহতা এতই বেশি যে সব জায়গায় সঠিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও সম্ভব হচ্ছে না। রুবেলের পাশাপাশি তাওহীদ হৃদয়, আকবর আলী, ইমরুল কায়েস, মাশরাফি বিন মর্তুজা, জুনায়েদ সিদ্দিকীরা বন্যা দুর্গতদের নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। সবার একটাই প্রার্থনা, বন্যা কবলিত এলাকার মানুষের দুর্দশা যেন দ্রুত কেটে যায়। সুদূর রাওয়ালপিন্ডি থেকে মুশফিকুর রহিম, শরীফুল ইসলামরাও দেশের অসহায় বানভাসী মানুষদের নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে আজ লড়ছে বাংলাদেশ-পাকিস্তান।
বাংলাদেশের পূর্বাঞ্চলে চলছে ভয়াবহ বন্যা। কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ পার্বত্য চট্টগ্রাম এলাকায় গৃহহীন মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজ করছেন। সামাজিক মাধ্যমে নিজ এলাকার বন্যার ভয়াবহতা তুলে ধরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
কর্মসূত্রে ঢাকায় থাকতে হলেও সাইফউদ্দিনের পৈতৃক নিবাস ফেনী। ইন্টারনেট সংযোগ দূরে থাক, ফেনীর মানুষদের সঙ্গে মোবাইলে যোগাযোগ করাও অনেকটা অসম্ভব এখন। কারণ ফেনীর বেশির ভাগ এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাইফউদ্দিন লিখেছেন, ‘আজকে সারাটা দিন দেখলাম সরকারিভাবে সেরকম রেসকিউ টিম বা খাবার বন্যা কবলিত মানুষদের পাশে দেখিনি। চোখে পড়েনি। এটা সত্যি অনেক দুঃখজনক। ফেনীকে বাঁচান। আমার গ্রামের বাড়িতে অনেক আত্মীয় আটকে পড়ে আছেন।’ পোস্ট দেওয়া শেষে প্রার্থনা করার ইমোজি দিয়েছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
বন্যা দুর্গতদের নিয়ে সামাজিক মাধ্যমে বেশিই সরব রুবেল হোসেন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গত পরশু থেকে এখন পর্যন্ত ছয়টি পোস্ট দিয়েছেন রুবেল, যার মধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও রয়েছে। সেখানে দেখা গেছে, ট্রাক-কাভার্ড ভ্যানে নৌকা নিয়ে অসংখ্য মানুষ রওনা দিচ্ছেন বন্যাদুর্গত এলাকায়। রুবেল সেই ভিডিওর ক্যাপশন দিয়েছেন, ‘ভিডিওটি দেখে নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ে গেল। এই এক অনন্য সম্প্রীতির বাংলাদেশ। ফেনীর উদ্দেশ্যে শত শত নৌকা নিয়ে ছুটে চলেছে মানুষ।’
বাংলাদেশে এমনিতেই এখন চলছে বর্ষাকাল। এরই মধ্যে অনেক সংবাদমাধ্যমে খবর এসেছে, ভারতের ত্রিপুরা রাজ্যের ডম্বুর হাইড্রোইলেক্ট্রিক পাওয়ার প্রজেক্ট গেট খুলে দেওয়া হয়েছে। চাঁদপুর, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, খাগড়াছড়িসহ দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পেছনে বাঁধ খুলে দেওয়াকেই বড় কারণ বলে মনে করা হচ্ছে। এ বিষয়ে রুবেল গতকাল সকালে ফেসবুকে এক পোস্টে লিখেছেন, ‘এত পানি কোথা থেকে এল, কেনই বা গভীর রাতে সব গেট খুলে দিল—এই অসহায় গরিব দেশ কি এই প্রশ্নের উত্তর কোনো দিনই জানবে না?’
বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি অনেক স্বেচ্ছাসেবী কাজ করছেন। এরই মধ্যে বন্যাদুর্গতদের জন্য হটলাইন নাম্বারও চালু হয়েছে। তবে বন্যার ভয়াবহতা এতই বেশি যে সব জায়গায় সঠিক সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও সম্ভব হচ্ছে না। রুবেলের পাশাপাশি তাওহীদ হৃদয়, আকবর আলী, ইমরুল কায়েস, মাশরাফি বিন মর্তুজা, জুনায়েদ সিদ্দিকীরা বন্যা দুর্গতদের নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। সবার একটাই প্রার্থনা, বন্যা কবলিত এলাকার মানুষের দুর্দশা যেন দ্রুত কেটে যায়। সুদূর রাওয়ালপিন্ডি থেকে মুশফিকুর রহিম, শরীফুল ইসলামরাও দেশের অসহায় বানভাসী মানুষদের নিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন। সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনে আজ লড়ছে বাংলাদেশ-পাকিস্তান।
মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে পণ্যবোঝাই কার্গো জাহাজটি ১৬ দিন পর আরাকান আর্মির (এএ) কাছ থেকে ছাড়া পেয়েছে। আজ শনিবার দুপুরে জাহাজটি কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে এসেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
১ few সেকেন্ড আগেকুড়িগ্রাম জেলা মহিলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আহমেদ নাজমীন সুলতানাকে আটক করেছে পুলিশ। আজ শনিবার (১ জানুয়ারি) রাতে কুড়িগ্রাম পুরাতন শহরের মোক্তারপাড়া গ্রামের তাঁর নিজ বাসভবন থেকে আটক করা হয়।
১৬ মিনিট আগেখুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসা প্রশাসনের ছাত্র অর্ণব কুমার হত্যা মামলার সন্দেহভাজন আসামি সাইফুল গাজীকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (৩১ ফেব্রুয়ারি) রাত ১০টা ১০ মিনিটের দিকে নগরীর সোনাডাঙ্গা থানার বয়রা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগেচট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিশেষ ক্ষমতা আইনে ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া বিভিন্ন মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগসহ যুবলীগ ও শ্রমিক লীগের ১৫ নেতা-কর্মীকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
৩১ মিনিট আগে