Ajker Patrika

নোয়াখালীর ৩ থানার ওসিকে নির্বাচন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৮: ১৪
নোয়াখালীর ৩ থানার ওসিকে নির্বাচন কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে নোয়াখালীর সদর, চরজব্বার ও সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্বাচনের ফলাফল ঘোষণার পর পর্যন্ত ভোটের সব কার্যক্রম থেকে বিরত রাখা হয়েছে। 

আজ শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়। 

নির্বাচনী দায়িত্ব থেকে বাধ্যতামূলক বিরত থাকছেন—সুধারাম মডেল থানার ওসি মীর জাহেদুল হক রনি, সেনবাগ থানার ওসি নাজিম উদ্দিন ও চরজব্বার থানার ওসি রফিকুল ইসলাম। 

নির্বাচনকালীন সুধারাম মডেল থানায় কোর্ট পুলিশ পরিদর্শক মো. শাহ আলম, সেনবাগ থানায় পুলিশ লাইনসের আরওআই আমির হোসেন ও চরজব্বার থানায় দায়িত্ব দেওয়া হয়েছে কবিরহাট থানার ওসি হুমায়ন কবিরকে। 

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, নির্বাচন প্রচার চলাকালে বিভিন্ন সময় আইনশৃঙ্খলা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করে সদর ও সুবর্ণচর থানার ওসির বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিন এবং সেনবাগ থানার ওসির বিরুদ্ধে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া। 

পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোটের পর ওই তিন ওসিকে স্বপদে বহাল করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত