Ajker Patrika

হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
হাটহাজারীতে অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে নকশা বহির্ভূত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়ক সংলগ্ন কবুতর হাট রসিদ মার্কেটে অভিযান পরিচালনা করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম। 

এ সময় উক্ত মার্কেটের বর্ধিত অংশ উচ্ছেদ এবং একই সঙ্গে মার্কেট সংলগ্ন পুকুরের অংশবিশেষ ভরাটের দায়ে মার্কেটের মালিক মো. আবুল মনসুরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও মো. শাহিদুল আলম বলেন, ‘পৌরসভা প্রশাসনের অনুমতি না নিয়ে নকশা বহির্ভূত নির্মাণাধীন স্থাপনা উচ্ছেদ করার পাশাপাশি পৌর এলাকার বাসস্টেশন কবুতর হাট রসিদ মার্কেটের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’ মো

. শাহিদুল আলম আরও বলেন, ‘নকশাবহির্ভূত এমন কাজ ভবিষ্যতে করবে না মর্মে মার্কেটের মালিক অঙ্গীকার করেন এবং নির্মাণকাজ স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত