Ajker Patrika

রামুতে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

রামু (কক্সবাজার) প্রতিনিধি
রামুতে ৭০ লাখ টাকার স্বর্ণের বারসহ আটক ১

কক্সবাজারের রামু মরিচ্যা যৌথ চেকপোস্ট থেকে মো. রিফাত নামে একজনকে ৭টি স্বর্ণের বারসহ আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রামু ব্যাটালিয়ন। জব্দকৃত স্বর্ণের বারের ওজন ১.১৬২ কেজি যা মূল্য ৭০ লাখ টাকা। আজ বৃহস্পতিবার ১১টার দিকে একটি সিএনজি তল্লাশি করে স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

আটককৃত রিফাত বান্দরবান জেলার তমব্রু পশ্চিমকুল এলাকার আব্দুর রশিদের ছেলে।

বিজিবি'র রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, আন্তর্জাতিক চোরাচালানি চক্র বিপুল পরিমাণ স্বর্ণ নিয়ে অবৈধভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারে।

সংবাদ পেয়ে দ্রুত মরিচ্যা বাজার, মরিচ্যা গোয়ালিয়া রোড, মরিচ্যা যৌথ চেকপোস্টসহ গুরুত্বপূর্ণ স্থানে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়। একপর্যায়ে মরিচ্যা যৌথ চেকপোস্টে একটি সিএনজি তল্লাশি করে যাত্রী মো. রিফাতকে স্বর্ণের বারসহ আটক করা হয়। 

বিজিবির পক্ষ থেকে জানানো হয়, এক মিয়ানমার নাগরিকের কাছ থেকে তমব্রু সীমান্ত থেকে স্বর্ণের বারগুলো ক্রয় করেছে রিফাত যা কর ফাঁকি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

আটক রিফাতকে রামু থানায় সোপর্দ করা হয়েছে এবং তাঁর কাছ থেকে উদ্ধারকৃত স্বর্ণ কক্সবাজার ট্রেজারি অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান রামু বিজিবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত