Ajker Patrika

নোয়াখালীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে একজন নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের দাবি, দোকানে চুরি করতে এলে ওই ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সুন্দলপুর ইউনিয়নের ছবিরপাইক গ্রামের ধুমচর-ছবিরপাইক সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির উদ্দিন (৪০) একই ইউনিয়নের উত্তর লামছি গ্রামের নাটাই মোস্তফার বাড়ির বাসিন্দা।

স্থানীয় লোকজন জানান, জহির রাতে ছবিরপাইক গ্রামের মসজিদের তালা ভাঙার চেষ্টা করেন। পরে মসজিদের ইমাম সজাগ হয়ে গেলে তিনি পালিয়ে যান এবং কিছুক্ষণ পর পাশের একটি চায়ের দোকানে ঢোকার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন জড়ো হয়ে জহিরকে ধাওয়া দেন। পরে তাঁকে পিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। সকালে তাঁকে হাসপাতাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য হানিফ বলেন, ‘ছেলেটি ছোটখাটো চুরি করত। তবে বড় ধরনের কোনো চুরি করত না। তার কিছুটা মানসিক সমস্যাও ছিল।’

এ বিষয়ে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, ‘এভাবে কাউকে হত্যা করা আইনত অপরাধ। ঘটনার তদন্ত চলছে এবং মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লালমাটিয়ায় দুই তরুণীকে যৌন হেনস্তাকারী রিংকু কারাগারে

শিক্ষার্থীদের ধাওয়ায় ক্যাম্পাস ছাড়লেন ইবি শিক্ষক

ভারতে এয়ারটেলের সঙ্গে চুক্তি করল স্টারলিংক, বাংলাদেশে সেবা দেবে কোন কোম্পানি

এবার আদালত চত্বরে সাংবাদিকদের মারধর সেই বরখাস্ত এসপি ফজলুলের

শাহজালাল বিমানবন্দর থেকে প্রবাসীকে অপহরণ, থানায় স্ত্রীর মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত