Ajker Patrika

সোলার সিস্টেম পাহাড়ের শিক্ষার্থীদের আলোকিত করছে: পার্বত্য মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৪: ১৩
সোলার সিস্টেম পাহাড়ের শিক্ষার্থীদের আলোকিত করছে: পার্বত্য মন্ত্রী

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, পার্বত্য দুর্গম এলাকার কমিউনিটি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সোলারের আলোয় আলোকিত নগরে পরিণত হয়েছে। এখানকার শিক্ষার্থীরা আলোকিত হয়ে একদিন স্মার্ট বাংলাদেশ গড়ার কারিগর হয়ে উঠবে। 

গতকাল বৃহস্পতিবার বান্দরবান সদরে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বান্দরবান ইউনিট কার্যালয়ে বান্দরবান জেলার দুর্গম এলাকায় বিদ্যালয় ও ছাত্রাবাসসমূহে বিদ্যুতের আলো সরবরাহ নিশ্চিতকরণে কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ এবং দুর্গম এলাকার চাষিদের জীবনমান উন্নয়নে সম্পূর্ণ বিনা মূল্যে পাওয়ার টিলার মেশিন, সেচযন্ত্র ও কৃষি উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মন্ত্রী বলেন, কমিউনিটি সোলার সিস্টেম পার্বত্য দুর্গম এলাকার শিক্ষাব্যবস্থায় ব্যাপক উন্নয়ন ঘটিয়েছে। আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার আধুনিক পার্বত্যাঞ্চল গড়ে তুলতে পাহাড়ের দুর্গম প্রত্যন্ত অঞ্চলের ৩ লাখ মানুষকে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সুবিধার আওতায় এনেছে। আর এসব কিছুর অবদান একমাত্র প্রধানমন্ত্রী শেখ হাসিনার। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার পার্বত্য এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে এবং তা সফলভাবে বাস্তবায়ন করে যাচ্ছে। মন্ত্রী আরও বলেন, পার্বত্যাঞ্চলের দুর্গম বিদ্যুদ্বিহীন এলাকা সরকারের বিনা মূল্যে প্রদানকৃত সৌর বিদ্যুতের আলোয় আলোকিত হয়ে উঠেছে। দুর্গম এলাকার চাষিদের জন্য সরকার বিনা মূল্যে পাম্প মেশিন, ধান কাটা ও মাড়াই মেশিনসহ বিভিন্ন সহায়তা প্রদান করে যাচ্ছে। আর এতে পার্বত্য এলাকায় নানামুখী উন্নয়ন ত্বরান্বিত হচ্ছে। 

সভা শেষে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে জেলা ও উপজেলার বিভিন্ন কৃষি সমিতির সদস্যের মাঝে ২০টি পাওয়ার টিলার মেশিন, চারটি পাম্প মেশিন, পাঁচটি ধান মাড়াই মেশিন এবং ৯৪৫টি কমিউনিটি সোলার সিস্টেম বিতরণ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত