Ajker Patrika

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলে গ্রেপ্তার

রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ১৪: ৫০
নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৩ জেলে গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগতিতে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার দায়ে তিন জেলেকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। গতকাল শুক্রবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশের যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় ১০টি বেহুন্দি জাল ও একটি নৌকা জব্দ করা হয়। 

গ্রেপ্তারকৃত জেলেরা হলেন বাগেরহাট জেলার চিতলমারী উপজেলার উমজরি এলাকার বাসিন্দা ছায়েব আলী হাওলাদারের ছেলে মো. সাইদুল ইসলাম হাওলাদার (৫০), একই এলাকার বাসিন্দা সরোয়ার বাওয়ালীর ছেলে মো. হাফিজ উদ্দিন ও সেরজন মোল্লার ছেলে মো. জয়নাল মোল্লা। 

এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে নৌ-পুলিশ। গ্রেপ্তারের পর আজ শনিবার সকালে তাঁদের আদালতে তোলা হয়েছে। 

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জসিম উদ্দিন বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, রামগতির মেঘনা নদীতে মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তবু নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার দায়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জেলেদের বিরুদ্ধে মামলা দায়েরও করা হয়েছে। 

রামগতির বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফেরদৌস আহম্মদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় জব্দ করা জালগুলো রামগতি মাছঘাটে এনে প্রকাশ্যে আগুন লাগিয়ে ধ্বংস করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত