Ajker Patrika

সাবেক এমপি নিজাম হাজারীর পিএস ভারতে পালানোর সময় আটক

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সাবেক এমপি নিজাম হাজারীর পিএস ভারতে পালানোর সময় আটক

ভারতে পালানোর সময় ফেনী-২ আসনের সাবেক এমপি নিজামউদ্দিন হাজারীর পিএস মানিককে আটকে দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশ। আজ সোমবার দুপুরে তিনি আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে এলে তার ভারত যাওয়া আটকে দেয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে সড়ক পথে আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে আসেন মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক।

তিনি কাস্টমস ও বিজিবির কাজ শেষ করে যান ইমিগ্রেশন কার্যালয়ে। সেখান থেকে তাকে ইমিগ্রেশন ইনচার্জের রুমে বসিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে তার বিষয়ে জানানো হয়।

আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ মো. খাইরুল আলম বলেন, মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক এসেছে এ পথে আগরতলা যাওয়ার জন্য। নিষেধাজ্ঞার কারণে তাকে আগরতলায় যেতে দেওয়া হয়নি। মোহাম্মদ ফরিদ মানিকের ভ্রমণ ভিসা রয়েছে।

অভিযোগ রয়েছে ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফেনী-২ আসনের সাবেক এমপি নিজামউদ্দিন হাজারীর হয়ে নানা অপকর্ম করে এলাকায় আলোচিত মোহাম্মদ ফরিদ মানিক ওরফে পিএস মানিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত