Ajker Patrika

ফের উৎপাদনে কেপিএম, গ্যাসসংকটে বন্ধ ছিল ৭ দিন

কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৩, ১২: ০৮
ফের উৎপাদনে কেপিএম, গ্যাসসংকটে বন্ধ ছিল ৭ দিন

রাঙামাটির কাপ্তাইয়ের চন্দ্রঘোনার কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের উৎপাদন গতকাল রোববার সন্ধ্যা থেকে পুনরায় শুরু হয়েছে। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি উৎপাদন টানা সাত দিন বন্ধ ছিল। বিষয়টি নিশ্চিত করেছেন কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আনিসুজ্জামান। 

গত ১৪ মে থেকে এলএনজি গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান কে এম আনিসুজ্জামান। ঘূর্ণিঝড় মোখার কারণে মহেশখালীর ভাসমান দু’টি এলএনজি টার্মিনাল নিরাপদে সরিয়ে নেওয়ায় এই গ্যাসসংকট সৃষ্টি হয়। 

ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, ‘গ্যাস সরবরাহ চালু হওয়ায় আমরা পুনরায় গতকাল রোববার সন্ধ্যা থেকে উৎপাদন শুরু করেছি। রাতের শিফটে ৭ টন কাগজ উৎপাদিত হয়। 

কেপিএম প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এলএনজি সরবরাহ পাওয়ার পর থেকেই কেপিএমের শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা পুনরায় কারখানা সচল করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। একবার কারখানা বন্ধ হলে পুনরায় সচল করতে সময় লাগে। তবে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা নিরলসভাবে কাজ করেন এবং মিল পুনরায় চালু করে উৎপাদনে যায়। 

কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, এত দিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক, কর্মচারীদের মন খারাপ ছিল। প্রতিদিন খবর নিতাম কবে এলএনজি আসবে। তবে রোববার গ্যাসের সরবরাহ পাওয়ায় এবং সঠিক প্রেশার থাকায় কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত