সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মোকসুদ আলম বিপ্লব (৩৬) নামে এক যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিপ্লব সুজাপুর গ্রামের প্রবাসী নুরুল হক খোকার ছেলে। তিনি ওই ইউনিয়নের সুজাপুর গ্রামের চুনি মাঝি বাড়ির বাসিন্দা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরতহালে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারেন।’
জানা গেছে, ঘটনার দিন বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার (২৬) ছিলেন বাবার বাড়ি এবং মা আনোয়ারা বেগম ঢাকায় ছিলেন। বাড়িতে একা ছিলেন বিপ্লব। আনুমানিক ১২টার সময় বাড়ির লোকজন জানালা দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেন। লাশটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখা যায়। তবে হাঁটুগুলো মাটির সঙ্গে লাগানো ছিল।
খবর পেয়ে থানায় বিপ্লবের লাশ দেখতে এসে কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী আকলিমা আক্তার (২৬) আজকের পত্রিকা বলেন, ‘আমার স্বামী মরে নাই। তাকে হত্যা করা হয়েছে। তাকে মামলা দিয়ে সব সময়ই হয়রানি করেছে রফিক ও নাজিম। তাদের মামলা থেকে জামিন পাওয়ার পরের দিন আমার স্বামীকে মেরে ফেলেছে। তাদের শাস্তি চাই।’
এদিকে যুবলীগের কর্মী বিপ্লবের মৃত্যু নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক অবহেলায় ‘আত্মহত্যা’, আবার কেউ ‘হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করছেন।
উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন আজকের পত্রিকাকে বলেন, ‘বিপ্লব যুবলীগের একজন সক্রিয় কর্মী। তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে তাঁর মৃত্যুর কারণ।’
উল্লেখ্য, এর আগে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ এনে মোকসুদ আলম বিপ্লব নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তার মৃত্যুর জন্য স্থানীয় কয়েকজনে দায়ী করেন।
ফেনীর সোনাগাজীতে মোকসুদ আলম বিপ্লব (৩৬) নামে এক যুবলীগ কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার সদর ইউনিয়নের সুজাপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিপ্লব সুজাপুর গ্রামের প্রবাসী নুরুল হক খোকার ছেলে। তিনি ওই ইউনিয়নের সুজাপুর গ্রামের চুনি মাঝি বাড়ির বাসিন্দা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন লাশ উদ্ধারের ঘটনার সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সুরতহালে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা হতে পারেন।’
জানা গেছে, ঘটনার দিন বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার (২৬) ছিলেন বাবার বাড়ি এবং মা আনোয়ারা বেগম ঢাকায় ছিলেন। বাড়িতে একা ছিলেন বিপ্লব। আনুমানিক ১২টার সময় বাড়ির লোকজন জানালা দিয়ে তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্য ও পুলিশকে খবর দেন। লাশটি ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলতে দেখা যায়। তবে হাঁটুগুলো মাটির সঙ্গে লাগানো ছিল।
খবর পেয়ে থানায় বিপ্লবের লাশ দেখতে এসে কান্নাজড়িত কণ্ঠে স্ত্রী আকলিমা আক্তার (২৬) আজকের পত্রিকা বলেন, ‘আমার স্বামী মরে নাই। তাকে হত্যা করা হয়েছে। তাকে মামলা দিয়ে সব সময়ই হয়রানি করেছে রফিক ও নাজিম। তাদের মামলা থেকে জামিন পাওয়ার পরের দিন আমার স্বামীকে মেরে ফেলেছে। তাদের শাস্তি চাই।’
এদিকে যুবলীগের কর্মী বিপ্লবের মৃত্যু নিয়ে চলছে মিশ্র প্রতিক্রিয়া। উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক অবহেলায় ‘আত্মহত্যা’, আবার কেউ ‘হত্যাকাণ্ড’ বলে মন্তব্য করছেন।
উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক হিরন আজকের পত্রিকাকে বলেন, ‘বিপ্লব যুবলীগের একজন সক্রিয় কর্মী। তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে তাঁর মৃত্যুর কারণ।’
উল্লেখ্য, এর আগে মামলা দিয়ে হয়রানি করার অভিযোগ এনে মোকসুদ আলম বিপ্লব নিজের ফেসবুক আইডিতে এক ভিডিও বার্তায় তার মৃত্যুর জন্য স্থানীয় কয়েকজনে দায়ী করেন।
রিয়েল এস্টেট কোম্পানির নামে জমি ও ফ্ল্যাটে বিনিয়োগে মুনাফা দেওয়ার কথা বলে, কখনো বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নামে হাতিয়ে নেওয়া হয়েছে টাকা। এ জন্য রাজধানী ঢাকা, সাভার, ময়মনসিংহ ও রংপুরে খোলা হয়েছিল কার্যালয়। বিনিয়োগকারীদের অভিযোগ, এখন তাদের আর পাওয়া যাচ্ছে না। চক্রটি হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা
৫ ঘণ্টা আগেযশোরের মনিরামপুরে সরকারি অর্থ বরাদ্দের টাকায় মুক্তেশ্বরী নদী খুঁড়ে বালু তুলে মুক্তেশ্বরী ডিগ্রি কলেজের মাঠ ভরাটের অভিযোগ উঠেছে। অভিযোগ উঠেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত তামান্নার তত্ত্বাবধানেই চলছে এ কাজ। তবে অভিযোগ অস্বীকার করে ইউএনও বলেছেন, নদী থেকে নয়, বালু কিনে এনে মাঠ ভরাট করা
৫ ঘণ্টা আগেমানিকগঞ্জের ঘিওর উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ। বিভিন্ন আকার ও ডিজাইনের নৌকা সাজানো সেখানে। এটি আসলে নৌকার হাট। নির্দিষ্ট জায়গা ছাড়িয়ে হাটসংলগ্ন ডি এন পাইলট উচ্চবিদ্যালয়ের মাঠেও বেচাকেনা হচ্ছে।
৫ ঘণ্টা আগে‘ওর বাবার চোখের সামনেই বিমানটা ভাইঙ্গা পড়ছে। নিচতলায় তখন শুধু আগুন। দোতলায় ধোঁয়া। দরজা বন্ধ। আর্মির সাথে মিল্লা দোতলার পিছনের গ্রিল ভাইঙ্গা উনি মেয়েটারে বাইর করছেন।’ বলছিলেন রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া আহমেদের মা শিউলি আক্তার।
৫ ঘণ্টা আগে