Ajker Patrika

সবজি বিক্রি শেষে বাড়ি ফেরা হলো না কেরামত আলীর

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ২৭ মার্চ ২০২৩, ১৪: ৫৭
সবজি বিক্রি শেষে বাড়ি ফেরা হলো না কেরামত আলীর

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা কেরামত আলী (৪০) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গতকাল রোববার সকালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়। নিহত কেরামত আলী উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার রফিকুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকালে জমি থেকে বেগুন তুলে বিক্রির জন্য অটোরিকশাযোগে শুকলাল হাটে নিয়ে গিয়েছিলেন কৃষক কেরামত আলী। সবজিবোঝাই তাঁর অটোরিকশাটি মহাসড়কের নুরজাহান ফিলিং স্টেশন এলাকা অতিক্রমকালে চট্টগ্রামমুখী প্রাণ কোম্পানির একটি ট্রেইলর পেছন থেকে ধাক্কা দেয়।

আরও জানা গেছে, তাতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যাওয়ার পাশাপাশি মাথা থেঁতলে গিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়েন কেরামত আলী। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সোমবার ভোরে তাঁর মৃত্যু হয়।

বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জহিরুল ইসলাম জহির। তিনি বলেন, তিনি নিহতের পিতাসহ স্বজনদের নিয়ে বারো আউলিয়া হাইওয়ে থানায় রয়েছেন। বিনা ময়নাতদন্তে লাশ পেতে নিহতের স্বজনেরা লিখিত আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাঁরা দুপুরের মধ্যে মরদেহ বাড়ি নিয়ে যাবেন।

বারো আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর বলেন, দুর্ঘটনার পর চালক ট্রেইলরটি ফেলে পালিয়ে গেছেন। ঘটনাস্থল থেকে ট্রেইলরটি সরিয়ে হাইওয়ে থানায় নিয়ে রাখা হয়েছে। বিনা ময়নাতদন্তে মরদেহ পেতে নিহতের স্বজনেরা লিখিত আবেদন করেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তামিম কি তাহলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি হবেন

রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা

পিআর পদ্ধতিতেই হবে ১০০ আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত

নারীর ‘বগলের গন্ধ’ পুরুষের মানসিক চাপ কমায়, তবে কি মানুষেরও আছে ফেরোমোন!

বাংলাদেশি পণ্যে ভারতের চেয়ে কম শুল্কের ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত