Ajker Patrika

ছেলে-মেয়ে ও নাতির সঙ্গে আলিম পাস করলেন পঞ্চাশোর্ধ্ব সিরাজ

মাটিরাঙ্গা (খাগড়াছড়ি) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯: ২৫
Thumbnail image

মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের আছালং এলাকার মো. সিরাজুল ইসলাম চৌধুরী। পঞ্চাশ বছর বয়সে এবার আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সবাইকে চমকে দিয়েছেন। খাগড়াছড়ি ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে পরীক্ষায় অংশ নেন তিনি। আজ রোববার প্রকাশিত এইচএসসি ও সমমানের ফলাফলে তিনি পেয়েছেন জিপিএ ২ দশমিক ১৪। 

পাশাপাশি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে জিপিএ ৪ দশমিক ১৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন ছোট মেয়ে মাহমুদা সিরাজ। বড় মেয়ের সন্তান মো. নাজমুল হাসান পেয়েছেন জিপিএ ৪ দশমিক ৬৭। আর একমাত্র ছেলে হাফেজ নেছারুদ্দীন আহমদ চট্টগ্রাম বায়তুশ শরফ কামিল মাদ্রাসা থেকে জিপিএ ৪ পেয়ে আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। 

পরীক্ষার ফলাফল প্রকাশের পর সিরাজুল ইসলাম চৌধুরীর পরিবারে এখন খুশির বন্যা। সিরাজুল ইসলাম চৌধুরী জানান, তিনি ১৯৮৭ সালে তাইন্দং মোহাম্মদিয়া দাখিল মাদ্রাসা থেকে দাখিল পাস করেন। এরপর থেকে বিভিন্ন কারণে লেখাপাড়ায় মনোযোগ দিতে পারেননি। কিন্তু সব সময়ই লেখাপড়ার গুরুত্ব অনুভব করতেন। তাই ৫০ বছর বয়সে এসেও আলিম পরীক্ষায় অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত