Ajker Patrika

পাহাড়ে জন্ম নেওয়া উলফুলের চাহিদা সমতলেও

নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি
পাহাড়ে জন্ম নেওয়া উলফুলের চাহিদা সমতলেও

পার্বত্য জেলা রাঙামাটির বিভিন্ন এলাকার পাহাড়ে প্রাকৃতিকভাবে জন্ম নেয় উলফুল। এই উলফুল ঘর ঝাড়ুর কাজে ব্যবহিত হয় গ্রাম থেকে শুরু করে শহরে-বন্দরে। ঘর পরিচ্ছন্নতার কাজে এর জুড়ি মেলা ভার, তাইতো উলফুলের চাহিদা ব্যাপক। দিনে দিনে সমতলেও বাড়ছে এর চাহিদা। 

রাঙামাটির বিভিন্ন এলাকার পাহাড়ের প্রাকৃতিকভাবে জন্মানো এই উলফুল স্থানীয় হাট-বাজারগুলোর চাহিদা মিটিয়ে বিক্রির জন্য নেওয়া হচ্ছে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায়। এটি বিক্রি করে আর্থিকভাবে সচ্ছল হয়ে উঠছেন এ অঞ্চলের নারী-পুরুষেরা। 

গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক হাটে নানিয়ারচর গিলাছড়ি বাজারে দেখা মিলে এই পাহাড়ি ঝাড়ুর। হাটবাজারে অর্ধেক জুড়েই যেন বিক্রির জন্য আনা হয়েছে পাহাড়ি ফুলের এই ঝাড়ু। 

নানিয়ারচর গিলাছড়ি বাজারে বিক্রির জন্য আনা উলফুল। ছবি: আজকের পত্রিকাপাহাড়িয়া ঝাড়ুগুলো বিক্রি করতে আনা জগৎ চাকমা বলেন, ‘আজকের হাটে প্রায় ১০ হাজার পাহাড়ি ঝাড়ু এনেছি। আমার পাহাড়ে প্রায় ২ একর জমিতে ফলেছে ঝাড়ু ফুল। ৫০০টি বিক্রি করছি ২০০-২৫০ টাকায়। যেখানে একটির দাম আসে দুই বা আড়াই টাকা।’ 

উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আহসান হাবিব বলেন, ‘চাহিদা থাকায় নানিয়ারচরের বিভিন্ন স্থান থেকে উল ফুল সংগ্রহ করে পাহাড়ি-বাঙালি নিম্ন আয়ের নারী-পুরুষেরা। পাহাড়ের বন-জঙ্গল থেকে সংগ্রহ করা উল ফুলের আঁটি বানিয়ে ঝাড়ু হিসেবে প্রতিদিন স্থানীয় হাট-বাজারগুলোতে বিক্রি করেন শ্রমজীবী মানুষেরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত