Ajker Patrika

কুতুবদিয়ায় ফিশিং বোটের ধাক্কায় ৪ হাজার মণ লবণসহ কার্গোডুবি

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ১৮: ৩২
Thumbnail image

কক্সবাজারের কুতুবদিয়া চ‍্যানেলে ফিশিং বোটের ধাক্কায় নোঙর করা লবণবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে বলে জানা গেছে। কাল বৃহস্পতিবার কার্গোটি উদ্ধারকাজ শুরু হবে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আজ বুধবার সকাল ৭টার দিকে লেমশীখালী দরবার জেটি ঘাটের উত্তর পাশে দুর্ঘটনার শিকার হয় লবণবোঝাই কার্গোটি।

ঘটনার প্রত‍্যক্ষদর্শী ও দরবার জেটি ঘাটে টোল আদায়কারী নাজেম উদ্দিন নাজু আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকাল ৭টার দিকে দরবার ঘাটের উত্তর পাশে লবণবোঝাই নোঙর করা কার্গো বোটকে পেছন থেকে আসা জেনি আক্তার নামের একটি ফিশিংবোট সজোরে ধাক্কা দেয়। মুহূর্তেই কার্গো বোটে থাকা ৪ জন মাঝি-মাল্লা সাগরে লাফ দিয়ে সাঁতরে কূলে ওঠেন। কার্গোটি আস্তে আস্তে তলিয়ে যায়।’

কার্গো বোটের মালিক ও লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেজামুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বুধবার সকালে আমার মালিকানাধীন এমবি নজরুল নামের কার্গোটি লবণ নিয়ে নারায়ণগঞ্জ যাওয়ার অপেক্ষায় সাড়ে ৪ হাজার মণ লবণসহ নোঙর করা ছিল। বাঁশখালীর জনৈক মোক্তার কোম্পানির ফিশিং বোট পেছন থেকে ধাক্কা দিলে কার্গোটি ডুবে যায়। প্রায় ৩৫ লাখ টাকার লবণ পানিতে ডুবে গেছে।’

তলিয়ে যাওয়া কার্গোটি তুলে দিতে ফিশিং বোটের মালিক মোক্তার এসেছেন বলেও জানান নেজামুল হক।

এ ফিশিং বোটের মালিক মোক্তার আজকের পত্রিকাকে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। ডুবে যাওয়া বোটটি উদ্ধার করার জন্য ডুবুরি টিমের সঙ্গে তাঁর কথা হয়েছে। বৃহস্পতিবার সকালে উদ্ধারকাজ শুরু করা হবে।

এ বিষয়ে লেমশীখালী ইউপি সদস্য মো. শহিদুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে দরবার ঘাটের পাশে ফিশিং বোটের ধাক্কায় একটি লবণবোঝাই কার্গো বোট ডুবে যায়। উভয় বোটের মালিকদের সমন্বয়ে বৃহস্পতিবার সকালে উদ্ধারকাজ শুরু হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত