Ajker Patrika

চাঁদপুরে জুলাই আন্দোলনে ৩১ শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন

চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ সরকারি কর্মকর্তারা। ছবি: আজকর পত্রিকা
চাঁদপুরর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ সরকারি কর্মকর্তারা। ছবি: আজকর পত্রিকা

গেল বছরের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে চাঁদপুর জেলার ৩১ জন শহীদ হন। আন্দোলনের এক বছর পর ৩৬ জুলাই জেলাজুড়ে সব শহীদের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ৯টায় চাঁদপুর শহরের রঘুনাথপুর গ্রামের শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইন রাব্বির কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পক্ষে পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান।

শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ পুলিশ কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবসহ পুলিশ কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফুর রহমান, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত জামিল সৈকত, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহরুল হক, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা, শহীদ হাফেজ সাজ্জাদ হোসাইনের বাবা মো. জসিম রাজাসহ স্থানীয় লোকজন এ সময় উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলার সব উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন পেশাজীবী সংগঠন শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।

শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান নৌ পুলিশ চাঁদপুর  অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানসহ কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা
শহীদ হাফেজ সাজ্জাদ হোসেন সাব্বিরের কবরে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানান নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানসহ কর্মকর্তারা। ছবি: আজকের পত্রিকা

জেলা প্রশাসক বলেন, আপনারা জানেন, আজ ৩৬ জুলাই। গত বছর এই সময়টাতে আমাদের অনেক যোদ্ধা শহীদ হয়েছেন। আজকে আমরা সমবেত হয়েছি সব শহীদকে শ্রদ্ধা নিবেদনের জন্য। আশা করি আল্লাহ তাঁদের শান্তিতে রাখবেন এবং এই দিনে সবার জন্য দোয়া করি। যেন আমাদের দেশটা ভালোভাবে চলে। চাঁদপুরে ৩১ জন শহীদ রয়েছেন। প্রত্যেক শহীদের কবরে আমাদের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও বিভিন্ন পেশার লোকজন শ্রদ্ধা নিবেদন করবেন।

পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বলেন, আজকে ৩৬ জুলাই উদ্‌যাপন উপলক্ষে জেলাজুড়ে পুলিশের কঠোর নিরাপত্তার ব্যবস্থা রয়েছে। আশা করি সবাই দিনটি সুশৃঙ্খলভাবে পালন করবে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) সৈয়দ মোশফিকুর রহমান বলেন, আপনারা জানেন, ৫ আগস্ট বাংলাদেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছিল। এদিন চাঁদপুরে যাঁরা শহীদ হয়েছেন, তাদের শ্রদ্ধা নিবেদনের জন্য আমরা সমবেত হয়েছি। শহীদদের রুহের মাগফিরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বগুড়ায় দুই মামলায় আ.লীগের ছয় নেতা-কর্মী ১০ দিনের রিমান্ডে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত