সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা মকসুদ হোসেন বিপ্লবের আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ সোমবার সকালে সোনাগাজী পৌর-শহরের জিরো পয়েন্টে এই মানববন্ধন করা হয়। এ সময় মকসুদের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তাঁর স্বজনেরা।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সামছুল আরেফিন বলেন, ‘বিপ্লবের মৃত্যুর পর আমি ঘটনাস্থলে গিয়ে লাশের যে অবস্থা দেখেছি, তাতে এটা কোনোভাবেই আত্মহত্যা বলে মনে হয়নি। বিপ্লবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব বিপ্লবের মৃত্যুর ঘটনা নিয়ে যেন নিরপেক্ষ তদন্ত হয়।’
বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ‘রফিক, নাজিম, মর্তুজাসহ অন্যরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছেন। ঘটনার এত দিন পেরোলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি কেন? দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।’
বিপ্লবের বোন নিপু আক্তার বলেন, ‘রফিক, নাজিম ও মর্তুজা ষড়যন্ত্র করে আমার ভাইকে মেরে ফেলেছেন। আমার ভাই বারবার ফেসবুক লাইভে এসে তাঁকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করেছেন, নেতাদের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন, কিন্তু কোনো প্রতিকার মেলেনি। বেঁচে থাকার আকুতি নিয়েই মরতে হলো আমার ভাইকে।’
৮ মার্চ বিপ্লবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ, ময়নাতদন্ত শেষে পরদিন তাঁর লাশ দাফন করা হয়। এই ঘটনায় স্থানীয় ইউপির চেয়ারম্যান উম্মে রুমার স্বামী মো. রফিক এবং তাঁর সহযোগী আলী মর্তুজা, নাজিম ও করিমের নামসহ অজ্ঞাত সাতজনকে আসামি করে ৯ মার্চ সোনাগাজী মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেন বিপ্লবের স্ত্রী।
ফেনীর সোনাগাজীতে যুবলীগ নেতা মকসুদ হোসেন বিপ্লবের আত্মহত্যার প্ররোচনা মামলার আসামিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী। আজ সোমবার সকালে সোনাগাজী পৌর-শহরের জিরো পয়েন্টে এই মানববন্ধন করা হয়। এ সময় মকসুদের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেন তাঁর স্বজনেরা।
মানববন্ধনে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান সামছুল আরেফিন বলেন, ‘বিপ্লবের মৃত্যুর পর আমি ঘটনাস্থলে গিয়ে লাশের যে অবস্থা দেখেছি, তাতে এটা কোনোভাবেই আত্মহত্যা বলে মনে হয়নি। বিপ্লবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে মনে হয়েছে। আমি প্রশাসনের প্রতি অনুরোধ করব বিপ্লবের মৃত্যুর ঘটনা নিয়ে যেন নিরপেক্ষ তদন্ত হয়।’
বিপ্লবের স্ত্রী আকলিমা আক্তার বলেন, ‘রফিক, নাজিম, মর্তুজাসহ অন্যরা পরিকল্পিতভাবে আমার স্বামীকে হত্যা করেছেন। ঘটনার এত দিন পেরোলেও কোনো আসামি গ্রেপ্তার হয়নি কেন? দ্রুত সব আসামিকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাই।’
বিপ্লবের বোন নিপু আক্তার বলেন, ‘রফিক, নাজিম ও মর্তুজা ষড়যন্ত্র করে আমার ভাইকে মেরে ফেলেছেন। আমার ভাই বারবার ফেসবুক লাইভে এসে তাঁকে হত্যা করা হতে পারে বলে আশঙ্কা করেছেন, নেতাদের দ্বারে দ্বারে গিয়ে বলেছেন, কিন্তু কোনো প্রতিকার মেলেনি। বেঁচে থাকার আকুতি নিয়েই মরতে হলো আমার ভাইকে।’
৮ মার্চ বিপ্লবের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ, ময়নাতদন্ত শেষে পরদিন তাঁর লাশ দাফন করা হয়। এই ঘটনায় স্থানীয় ইউপির চেয়ারম্যান উম্মে রুমার স্বামী মো. রফিক এবং তাঁর সহযোগী আলী মর্তুজা, নাজিম ও করিমের নামসহ অজ্ঞাত সাতজনকে আসামি করে ৯ মার্চ সোনাগাজী মডেল থানায় আত্মহত্যায় প্ররোচনা মামলা দায়ের করেন বিপ্লবের স্ত্রী।
মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আজিজুল হাওলাদার (৬০) নামের এক চায়ের দোকানির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৮ মিনিট আগেঘন কুয়াশার কারণে প্রায় ১১ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দুই পথের উভয় প্রান্তে আটকা পড়ে অ্যাম্বুলেন্স, ব্যক্তিগত গাড়ি, যাত্রীবাহী বাসসহ দুই শতাধিক পণ্যবাহী ট্রাক।
৩৪ মিনিট আগেরংপুরে ঘন কুয়াশার কারণে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একই স্থানে একে একে ছয়টি পরিবহন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে প্রাণহানির কোনো ঘটনা না ঘটলেও অন্তত ২৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত পরিবহনগুলোর মধ্যে তিনটি যাত্রীবাহী বাসসহ ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান রয়েছে। গাড়িগুলো ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে...
৩৫ মিনিট আগেচট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে বাসে-ট্রাকে করে মানুষ মাহফিলে আসতে থাকে। বিকেল ৪টা নাগাদ প্যারেড ময়দানের আশপাশের রাস্তাঘাট লোকারণ্য হয়ে যায়, বন্ধ হয়ে যায় যান চলাচল। প্যারেড ময়দানসংলগ্ন চকবাজার তেলিপট্টি মোড় থেকে এক্সেস রোড, অলিখাঁ মোড় থেকে গণি বেকারির মোড় পর্যন্ত যানচলাচল সীমিত হয়ে পড়ে।
১ ঘণ্টা আগে