নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে বদলির আদেশ নিয়ে মধ্যরাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার পর চট্টগ্রাম নগরে ব্যাংকটির খুলশী ব্রাঞ্চে ওই কর্মকর্তারা অবরুদ্ধ থাকার ঘটনা ঘটে। ভিডিও ভাইরালের পর উৎসুক জনতা ব্যাংকটির চারপাশে ভিড়ও করে।
ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মো. আবদুল কাদের নামে ব্যাংকটির এক বিনিয়োগ কর্মকর্তার বদলির আদেশ আসে। তাঁকে চট্টগ্রাম থেকে সৈয়দপুরে বদলি করা হয়। ওই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পরে ওই কর্মকর্তা কার্যালয়ে অবস্থান নেন। এ সময় নিরাপত্তার কারণে অন্য কর্মকর্তারাও ব্যাংকটিতে ছিলেন। পরে গভীর রাতে ঊর্ধ্বতনদের মধ্যস্থতায় সবাই ব্যাংক থেকে নিরাপদে বেরিয়ে আসেন।
এই বিষয়ে ব্যাংকটির খুলশী শাখার ব্যবস্থাপক মো. নবীনুর ইসলাম আজ শুক্রবার রাতে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের পরিস্থিতি তৈরির পর আমাদের ঊর্ধ্বতনরা কার্যালয়টিতে আসেন। পরে আঞ্চলিক ও শাখার সব কর্মকর্তা তাঁকে সঙ্গে নিয়ে রাতে বেরিয়ে আসেন। এ সময় আবদুল কাদেরের নিরাপত্তার জন্য তাঁর সঙ্গে দুজন সহকর্মী পাঠানো হয়। তাঁরা রাতে সবাই একসঙ্গে ছিলেন।’
ব্যাংকটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের এক তরুণ অফিসারের বদলির আদেশ আসে। ওই কর্মকর্তা এখনো বিয়ে করেনি। তিনি দুই বছর ধরে এখানে কর্মরত আছেন। বদলির আদেশ আসার পর ওই কর্মকর্তা আবেগতাড়িত হয়ে পড়েন। একটি সময় ওই কর্মকর্তা বদলির আদেশ প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত তিনি এখান থেকে বের হবে না বলে জানিয়ে দেন অন্য কর্মকর্তাদের। প্রয়োজনে তাঁর লাশ এখান থেকে বের হবে বলেও হুমকি দিয়ে কার্যালয়ে অবস্থান নেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপকসহ অন্যরা তাঁকে বুঝিয়ে শান্ত করতে ব্যর্থ হন। নিরাপত্তার কারণে ব্যাংকটিতে কর্মরত বাকি অফিসাররা তখন ব্যাংকের ভেতরেই ছিলেন। পরে ব্যাংকের ঊর্ধ্বতনরা এসে আলাপ-আলোচনার পর রাত আড়াইটার দিকে সবাই ব্যাংক থেকে বের হয়ে আসেন।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, এটি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়। এক কর্মকর্তা বদলি হয়েছেন, কিন্তু তিনি যেতে চাইছেন না। এটা নিয়ে তিনি কার্যালয়ে অবস্থান নেন। পরে বিষয়টি সমাধানের পর আমরা চলে আসি।
এর আগে এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যাংকটির বাইরের চিত্র তুলে ধরে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’
চট্টগ্রামে বদলির আদেশ নিয়ে মধ্যরাতে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কয়েকজন কর্মকর্তা নিজ কার্যালয়ে অবরুদ্ধ থাকার একটি ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার পর চট্টগ্রাম নগরে ব্যাংকটির খুলশী ব্রাঞ্চে ওই কর্মকর্তারা অবরুদ্ধ থাকার ঘটনা ঘটে। ভিডিও ভাইরালের পর উৎসুক জনতা ব্যাংকটির চারপাশে ভিড়ও করে।
ব্যাংক সূত্রে জানা যায়, গতকাল সন্ধ্যায় মো. আবদুল কাদের নামে ব্যাংকটির এক বিনিয়োগ কর্মকর্তার বদলির আদেশ আসে। তাঁকে চট্টগ্রাম থেকে সৈয়দপুরে বদলি করা হয়। ওই বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে পরে ওই কর্মকর্তা কার্যালয়ে অবস্থান নেন। এ সময় নিরাপত্তার কারণে অন্য কর্মকর্তারাও ব্যাংকটিতে ছিলেন। পরে গভীর রাতে ঊর্ধ্বতনদের মধ্যস্থতায় সবাই ব্যাংক থেকে নিরাপদে বেরিয়ে আসেন।
এই বিষয়ে ব্যাংকটির খুলশী শাখার ব্যবস্থাপক মো. নবীনুর ইসলাম আজ শুক্রবার রাতে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, ‘এই ধরনের পরিস্থিতি তৈরির পর আমাদের ঊর্ধ্বতনরা কার্যালয়টিতে আসেন। পরে আঞ্চলিক ও শাখার সব কর্মকর্তা তাঁকে সঙ্গে নিয়ে রাতে বেরিয়ে আসেন। এ সময় আবদুল কাদেরের নিরাপত্তার জন্য তাঁর সঙ্গে দুজন সহকর্মী পাঠানো হয়। তাঁরা রাতে সবাই একসঙ্গে ছিলেন।’
ব্যাংকটির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের এক তরুণ অফিসারের বদলির আদেশ আসে। ওই কর্মকর্তা এখনো বিয়ে করেনি। তিনি দুই বছর ধরে এখানে কর্মরত আছেন। বদলির আদেশ আসার পর ওই কর্মকর্তা আবেগতাড়িত হয়ে পড়েন। একটি সময় ওই কর্মকর্তা বদলির আদেশ প্রত্যাহার করে না নেওয়া পর্যন্ত তিনি এখান থেকে বের হবে না বলে জানিয়ে দেন অন্য কর্মকর্তাদের। প্রয়োজনে তাঁর লাশ এখান থেকে বের হবে বলেও হুমকি দিয়ে কার্যালয়ে অবস্থান নেন। এ সময় ব্যাংকের ব্যবস্থাপকসহ অন্যরা তাঁকে বুঝিয়ে শান্ত করতে ব্যর্থ হন। নিরাপত্তার কারণে ব্যাংকটিতে কর্মরত বাকি অফিসাররা তখন ব্যাংকের ভেতরেই ছিলেন। পরে ব্যাংকের ঊর্ধ্বতনরা এসে আলাপ-আলোচনার পর রাত আড়াইটার দিকে সবাই ব্যাংক থেকে বের হয়ে আসেন।’
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মজিবুর রহমান বলেন, ‘আমরা ঘটনাস্থলে গিয়ে দেখেছি, এটি ব্যাংকের অভ্যন্তরীণ বিষয়। এক কর্মকর্তা বদলি হয়েছেন, কিন্তু তিনি যেতে চাইছেন না। এটা নিয়ে তিনি কার্যালয়ে অবস্থান নেন। পরে বিষয়টি সমাধানের পর আমরা চলে আসি।
এর আগে এই ঘটনা নিয়ে বৃহস্পতিবার রাতে ব্যাংকটির বাইরের চিত্র তুলে ধরে কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।’
মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব স্থগিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন
২৬ মিনিট আগেরাজশাহীর একটি সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষে অধ্যয়নরত এক ছাত্রীর করা মামলায় মুন্নাকে গ্রেপ্তার করা হয়েছে। গত বছরের ১১ জুলাই অভিযুক্ত মুন্না ইমেইলে ওই ছাত্রীর কাছে তাঁর একটি সম্পাদিত (এডিট) নগ্ন ছবি পাঠিয়ে হুমকি দিয়েছিলেন।
১ ঘণ্টা আগেঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে ডিবি।
২ ঘণ্টা আগেকাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে আড়াই হাজার কোটি টাকার বেশি বিল পরিশোধ করা এবং এক হাজার ১০১ কোটি টাকা ব্যয়ে গরমিল পায় তদন্ত কমিটি। সর্বশেষ দুদক বিষয়টি তদন্ত করে এর সত্যতা পেয়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে মামলা করে। পিরোজপুর এলজিইডি কার্যালয় ও জেলা হিসাব রক্ষণ কার্যালয়ের কর্মকর্তাদের...
২ ঘণ্টা আগে