ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদ দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে এই তথ্য জানান আবু আসিফের স্ত্রী মেহেরুন্নেছা।
আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক বিএনপি নেতা ও ওই আসন থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী। গত শুক্রবার দিবাগত সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ১৭ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
আবু আসিফের স্ত্রী মেহেরুন্নেছা বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইলটিও বন্ধ রয়েছে। সে কোথায় এবং কী অবস্থায় আছে, তা বুঝতে পারছি না। প্রতিনিয়ত আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও কিছু পুলিশ আসা-যাওয়া করছে। এখন নির্বাচনে যে ভোটকেন্দ্রে এজেন্ট দেব, তা-ও খুঁজে পাচ্ছি না। কারণ, সবাইকে হুমকি দেওয়া হচ্ছে। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতের মধ্যেই একটা কিছু করব।’
মেহেরুন্নেছা আরও বলেন, ‘বাসায় কোনো লোক আসতে পারে না। কয়েকজন লোক বাসার সামনে দাঁড়িয়ে থাকে। কাজের লোক এলেও ছবি তুলে রাখে, ভিডিও করে রাখে। এভাবে তো সুষ্ঠু নির্বাচন হয় না। তারা একজনকে জেতাবে—এটি আগে বললেই তো পারতেন। কেন আমাদের এত টাকা খরচ করাল?’
এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘আবু আসিফ আহমেদের পরিবার থেকে এমন কোনো বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আর তার বাড়ির সামনে যে লোকজনের ছবি তোলার কথা বলা হচ্ছে, তা আমরা অবগত নই। অন্য কোনো সংস্থার লোকজন হতে পারে।’
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির বহিষ্কৃত পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। এঁর মধ্যে জিয়াউল হক মৃধা প্রতীক বরাদ্দের পর বিবৃতি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ ছাড়া এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া সমর্থক গোষ্ঠীর ব্যানারের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপিরা, জেলা ও উপজেলার নেতারা আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেতা আবু আসিফ আহমেদ দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ করেছেন তাঁর স্ত্রী। আজ রোববার বেলা পৌনে দুইটার দিকে এই তথ্য জানান আবু আসিফের স্ত্রী মেহেরুন্নেছা।
আবু আসিফ আহমেদ আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি সাবেক বিএনপি নেতা ও ওই আসন থেকে পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার প্রধান প্রতিদ্বন্দ্বী। গত শুক্রবার দিবাগত সন্ধ্যার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। ১৭ জানুয়ারি তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।
আবু আসিফের স্ত্রী মেহেরুন্নেছা বলেন, ‘গত শুক্রবার সন্ধ্যার পর থেকে আসিফকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মোবাইলটিও বন্ধ রয়েছে। সে কোথায় এবং কী অবস্থায় আছে, তা বুঝতে পারছি না। প্রতিনিয়ত আমাদের হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। বাড়িতে পুলিশ এসে অযথা তল্লাশি করে হয়রানি করছে। বাড়ির সামনেও কিছু পুলিশ আসা-যাওয়া করছে। এখন নির্বাচনে যে ভোটকেন্দ্রে এজেন্ট দেব, তা-ও খুঁজে পাচ্ছি না। কারণ, সবাইকে হুমকি দেওয়া হচ্ছে। আজকের মধ্যে খোঁজ না পেলে রাতের মধ্যেই একটা কিছু করব।’
মেহেরুন্নেছা আরও বলেন, ‘বাসায় কোনো লোক আসতে পারে না। কয়েকজন লোক বাসার সামনে দাঁড়িয়ে থাকে। কাজের লোক এলেও ছবি তুলে রাখে, ভিডিও করে রাখে। এভাবে তো সুষ্ঠু নির্বাচন হয় না। তারা একজনকে জেতাবে—এটি আগে বললেই তো পারতেন। কেন আমাদের এত টাকা খরচ করাল?’
এ বিষয়ে জানতে চাইলে আশুগঞ্জ থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, ‘আবু আসিফ আহমেদের পরিবার থেকে এমন কোনো বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। আর তার বাড়ির সামনে যে লোকজনের ছবি তোলার কথা বলা হচ্ছে, তা আমরা অবগত নই। অন্য কোনো সংস্থার লোকজন হতে পারে।’
উল্লেখ্য, আগামী ১ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এতে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন বিএনপির বহিষ্কৃত পাঁচবারের সাবেক সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল হামিদ ভাসানী, সাবেক এমপি জিয়াউল হক মৃধা, জাকের পার্টির জহিরুল ইসলাম জুয়েল ও স্বতন্ত্র প্রার্থী আবু আসিফ আহমেদ। এঁর মধ্যে জিয়াউল হক মৃধা প্রতীক বরাদ্দের পর বিবৃতি দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এ ছাড়া এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া সমর্থক গোষ্ঠীর ব্যানারের আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, এমপিরা, জেলা ও উপজেলার নেতারা আব্দুস সাত্তার ভূঁইয়ার পক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মো. বাহাদুর খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
৩ মিনিট আগেবরগুনার জুলাই যোদ্ধা মো. সজিব সিকদার (২৪) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ সোমবার সকালে বাগেরহাটের ফকিরহাট নামের এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। বরগুনার বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগেবরিশাল নগরে মাত্র দুই ঘণ্টার ভারী বৃষ্টিতে বিভিন্ন সড়কসহ নিচু এলাকা তলিয়ে গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আজ সোমবার সকাল ১০টা ১০ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত ৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করে বরিশাল আবহাওয়া অফিস। এতে বরিশাল নগরীর নিম্নাঞ্চলসহ বেশ কিছু প্রধান সড়ক, অলিগলি জলাবদ্ধ হয়ে পড়ে।
২১ মিনিট আগেখুলনার রূপসায় বসতঘর থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। গতকাল রোববার গভীর রাতে উপজেলার নৈহাটি ইউনিয়নের রামনগর এলাকায় বসতঘরে ওই নারী আত্মহত্যা করেন। তিনি ওই এলাকার দুবাইপ্রবাসী মো. শফিকুল ইসলাম জমাদারের স্ত্রী।
২৭ মিনিট আগে