Ajker Patrika

চান্দগাঁও থানার বিস্ফোরক মামলায় কর্ণফুলীর ইউপি সদস্য গ্রেপ্তার

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 
গ্রেপ্তার ইউপি সদস্য ও যুবলীগ নেতা বাহাদুর খান। ছবি: সংগৃহীত
গ্রেপ্তার ইউপি সদস্য ও যুবলীগ নেতা বাহাদুর খান। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক মো. বাহাদুর খানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার বাহাদুর কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। তিনি দৌলতপুর গ্রামের খানবাড়ির বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী খানের ছেলে।

জানা যায়, সোমবার বাহাদুর খান মেম্বার তাঁর বিরুদ্ধে রুজু হওয়া আগের একটি মামলায় নিয়মিত হাজিরা দিতে চট্টগ্রাম আদালতে যান। হাজিরা শেষে ফেরার পথে কোর্ট বিল্ডিংয়ের নিচে সড়ক থেকে তাঁকে পুলিশ গ্রেপ্তার করে চান্দগাঁও থানায় নিয়ে যায়। পরে চান্দগাঁও থানায় ২০২৪ সালে বিস্ফোরক আইনে হওয়া মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বাহাদুর খানকে চাঁন্দগাঁ থানার মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকিংয়ের নামে কারসাজি, ফাঁসছে ফার্স্ট সিকিউরিটি

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

রাঙামাটির হোটেল থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, ম্যানেজার আটক

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত