নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সৈকত এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন নগর পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। আজ শুক্রবার রাত ৯টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন যুবক পতেঙ্গা সৈকতের পশ্চিম পয়েন্টে একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ করে মোটরসাইকেলে করে কয়েকজন এসে একজনকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে দুজন আহত হন। আতঙ্কে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গুলিবিদ্ধ অবস্থায় একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে আহত যুবককে ঢাকাইয়া আকবর হিসেবে শনাক্ত করে পুলিশ। আহত অন্যজন একটি ওষুধ কোম্পানির কর্মী বলে জানিয়েছে পুলিশ, তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সোহেল পারভেজ বলেন, সন্ধ্যার পর হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজন চিহ্নিত সন্ত্রাসী আকবর। তাঁর শরীরে তিন-চারটি গুলি লেগেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে তাঁদের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁদের একজন ঢাকাইয়া আকবর।
জানা গেছে, আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে বায়েজিদ শিল্প এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তিনি ২০০০ সালের চাঞ্চল্যকর এইট মার্ডার মামলার আসামি ও শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খানের একসময়কার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক সাজ্জাদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে ঢাকাইয়া আকবর তাঁকে উদ্দেশ করে ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট ও হুমকি দিয়ে আসছিলেন। সাজ্জাদ দেশে ফিরলে তাঁকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি। একই সঙ্গে, অপর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্নাকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেন আকবর।
বিভিন্ন সূত্রের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরেই ঢাকাইয়া আকবরকে গুলি করা হয়ে থাকতে পারে। ঘটনার আগের দিনই আকবর কর্ণফুলী টানেলের সামনে দাঁড়িয়ে ফেসবুকে একটি ‘ফানি’ ভিডিও পোস্ট করেন। গুলিবর্ষণের স্থান সেই টানেল এলাকারই অদূরে।
এর আগে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকাইয়া আকবর বিদেশি রিভলবার ও এলজিসহ লক্ষ্মীপুরে পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে তাঁকে চট্টগ্রামের বায়েজিদ থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সৈকত এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন নগর পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। আজ শুক্রবার রাত ৯টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন যুবক পতেঙ্গা সৈকতের পশ্চিম পয়েন্টে একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ করে মোটরসাইকেলে করে কয়েকজন এসে একজনকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে দুজন আহত হন। আতঙ্কে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গুলিবিদ্ধ অবস্থায় একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে আহত যুবককে ঢাকাইয়া আকবর হিসেবে শনাক্ত করে পুলিশ। আহত অন্যজন একটি ওষুধ কোম্পানির কর্মী বলে জানিয়েছে পুলিশ, তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সোহেল পারভেজ বলেন, সন্ধ্যার পর হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজন চিহ্নিত সন্ত্রাসী আকবর। তাঁর শরীরে তিন-চারটি গুলি লেগেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে তাঁদের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁদের একজন ঢাকাইয়া আকবর।
জানা গেছে, আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে বায়েজিদ শিল্প এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তিনি ২০০০ সালের চাঞ্চল্যকর এইট মার্ডার মামলার আসামি ও শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খানের একসময়কার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক সাজ্জাদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে ঢাকাইয়া আকবর তাঁকে উদ্দেশ করে ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট ও হুমকি দিয়ে আসছিলেন। সাজ্জাদ দেশে ফিরলে তাঁকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি। একই সঙ্গে, অপর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্নাকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেন আকবর।
বিভিন্ন সূত্রের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরেই ঢাকাইয়া আকবরকে গুলি করা হয়ে থাকতে পারে। ঘটনার আগের দিনই আকবর কর্ণফুলী টানেলের সামনে দাঁড়িয়ে ফেসবুকে একটি ‘ফানি’ ভিডিও পোস্ট করেন। গুলিবর্ষণের স্থান সেই টানেল এলাকারই অদূরে।
এর আগে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকাইয়া আকবর বিদেশি রিভলবার ও এলজিসহ লক্ষ্মীপুরে পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে তাঁকে চট্টগ্রামের বায়েজিদ থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে।
রাজধানীর রামপুরা ব্রিজসংলগ্ন নড়াই খাল যেন মশার কারখানায় পরিণত হয়েছে। খালটির স্থির পানিতে সারা বছরই চোখে পড়ে মশার লার্ভা। নিকটবর্তী জিরানি খালেরও একই দশা। এতে খাল দুটি হয়ে উঠছে ডেঙ্গু, চিকুনগুনিয়া ও মশাবাহিত অন্যান্য রোগ বিস্তারের উৎস। মশার উৎপাতে অতিষ্ঠ এ দুটি খালসংলগ্ন বনশ্রী, আফতাবনগর ও নন্দীপাড়া
১ ঘণ্টা আগেমৎস্য ও বন্য প্রাণীর প্রজনন, বংশ বৃদ্ধি ও বিচরণ কার্যক্রমের সুরক্ষার জন্য ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত টানা তিন মাস বনজীবীদের সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা চলছে। কিন্তু এই সময়ে থেমে নেই হরিণশিকারিরা। তাঁরা নানা কৌশলে বন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে মাংস বিক্রি করছেন চড়া দামে। চোরা শিকারিদের দৌরাত্ম
১ ঘণ্টা আগেবগুড়ায় প্রতিবছর কমছে অর্থকরী ফসল পাট চাষ। গত চার বছরে জেলায় প্রায় সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে পাট চাষ কমেছে। কৃষকেরা বলছেন, খরচ বেশি আর দাম কম পাওয়ায় পাট চাষে তাঁদের আগ্রহ কমছে। অন্যদিকে কৃষি বিভাগ বলছে, উন্মুক্ত জলাশয় কমে যাওয়ার কারণে পাট জাগ দেওয়া প্রধান সমস্যা। যার কারণে পাট চাষ প্রতিবছর কমে
১ ঘণ্টা আগেরাজধানী ঢাকায় বর্তমানে চলা প্রায় ২৫ হাজার সিএনজিচালিত অটোরিকশার মধ্যে অন্তত ৫ হাজার অবৈধ। বৈধ রেজিস্ট্রেশন, রুট পারমিটসহ দরকারি কাগজপত্র ছাড়াই এগুলো চলছে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) এক সাম্প্রতিক জরিপে এ তথ্য উঠে এসেছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি ডিটিসিএতে এক সভায় রাজধানীতে বৈধ সিএনজিচালি
২ ঘণ্টা আগে