নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সৈকত এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন নগর পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। আজ শুক্রবার রাত ৯টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন যুবক পতেঙ্গা সৈকতের পশ্চিম পয়েন্টে একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ করে মোটরসাইকেলে করে কয়েকজন এসে একজনকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে দুজন আহত হন। আতঙ্কে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গুলিবিদ্ধ অবস্থায় একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে আহত যুবককে ঢাকাইয়া আকবর হিসেবে শনাক্ত করে পুলিশ। আহত অন্যজন একটি ওষুধ কোম্পানির কর্মী বলে জানিয়েছে পুলিশ, তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সোহেল পারভেজ বলেন, সন্ধ্যার পর হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজন চিহ্নিত সন্ত্রাসী আকবর। তাঁর শরীরে তিন-চারটি গুলি লেগেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে তাঁদের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁদের একজন ঢাকাইয়া আকবর।
জানা গেছে, আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে বায়েজিদ শিল্প এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তিনি ২০০০ সালের চাঞ্চল্যকর এইট মার্ডার মামলার আসামি ও শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খানের একসময়কার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক সাজ্জাদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে ঢাকাইয়া আকবর তাঁকে উদ্দেশ করে ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট ও হুমকি দিয়ে আসছিলেন। সাজ্জাদ দেশে ফিরলে তাঁকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি। একই সঙ্গে, অপর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্নাকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেন আকবর।
বিভিন্ন সূত্রের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরেই ঢাকাইয়া আকবরকে গুলি করা হয়ে থাকতে পারে। ঘটনার আগের দিনই আকবর কর্ণফুলী টানেলের সামনে দাঁড়িয়ে ফেসবুকে একটি ‘ফানি’ ভিডিও পোস্ট করেন। গুলিবর্ষণের স্থান সেই টানেল এলাকারই অদূরে।
এর আগে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকাইয়া আকবর বিদেশি রিভলবার ও এলজিসহ লক্ষ্মীপুরে পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে তাঁকে চট্টগ্রামের বায়েজিদ থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে।
চট্টগ্রাম নগরের পতেঙ্গা সৈকত এলাকায় গুলিবিদ্ধ হয়েছেন নগর পুলিশের তালিকাভুক্ত ‘শীর্ষ সন্ত্রাসী’ আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর। আজ শুক্রবার রাত ৯টার দিকে তাঁকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কয়েকজন যুবক পতেঙ্গা সৈকতের পশ্চিম পয়েন্টে একটি দোকানে বসে ছিলেন। হঠাৎ করে মোটরসাইকেলে করে কয়েকজন এসে একজনকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে দুজন আহত হন। আতঙ্কে আশপাশের লোকজন ছোটাছুটি শুরু করেন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
গুলিবিদ্ধ অবস্থায় একজনকে রাস্তায় পড়ে থাকতে দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিও দেখে আহত যুবককে ঢাকাইয়া আকবর হিসেবে শনাক্ত করে পুলিশ। আহত অন্যজন একটি ওষুধ কোম্পানির কর্মী বলে জানিয়েছে পুলিশ, তবে তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি।
নগর পুলিশের বন্দর বিভাগের অতিরিক্ত উপকমিশনার সোহেল পারভেজ বলেন, সন্ধ্যার পর হঠাৎ গোলাগুলির ঘটনা ঘটে। এতে দুজন গুলিবিদ্ধ হন। তাঁদের মধ্যে একজন চিহ্নিত সন্ত্রাসী আকবর। তাঁর শরীরে তিন-চারটি গুলি লেগেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হলে তাঁদের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। তাঁদের একজন ঢাকাইয়া আকবর।
জানা গেছে, আলী আকবর ওরফে ঢাকাইয়া আকবর নগরের বায়েজিদ থানার চালিতাতলী এলাকায় বসবাস করতেন। তাঁর বিরুদ্ধে বায়েজিদ শিল্প এলাকায় চাঁদাবাজিসহ নানা অপরাধের অভিযোগ রয়েছে। তিনি ২০০০ সালের চাঞ্চল্যকর এইট মার্ডার মামলার আসামি ও শিবির ক্যাডার সাজ্জাদ হোসেন খানের একসময়কার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বিদেশে পলাতক সাজ্জাদের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে ঢাকাইয়া আকবর তাঁকে উদ্দেশ করে ফেসবুকে বিদ্বেষমূলক পোস্ট ও হুমকি দিয়ে আসছিলেন। সাজ্জাদ দেশে ফিরলে তাঁকে দেখে নেওয়ারও হুমকি দিয়েছিলেন তিনি। একই সঙ্গে, অপর শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ ও তাঁর স্ত্রী তামান্নাকে নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেন আকবর।
বিভিন্ন সূত্রের ধারণা, অভ্যন্তরীণ কোন্দলের জেরেই ঢাকাইয়া আকবরকে গুলি করা হয়ে থাকতে পারে। ঘটনার আগের দিনই আকবর কর্ণফুলী টানেলের সামনে দাঁড়িয়ে ফেসবুকে একটি ‘ফানি’ ভিডিও পোস্ট করেন। গুলিবর্ষণের স্থান সেই টানেল এলাকারই অদূরে।
এর আগে ২০২৩ সালের ২৭ সেপ্টেম্বর ঢাকাইয়া আকবর বিদেশি রিভলবার ও এলজিসহ লক্ষ্মীপুরে পুলিশের হাতে গ্রেপ্তার হন। পরে তাঁকে চট্টগ্রামের বায়েজিদ থানার একাধিক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তাঁর বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও সহিংসতার অভিযোগে ১০টির বেশি মামলা রয়েছে।
চট্টগ্রাম বন্দরে অফডকগুলোয় যখন-তখন কর্মবিরতিতে যাচ্ছেন প্রাইম মুভার শ্রমিকেরা। এতে থেমে যাচ্ছে চট্টগ্রাম বন্দরের আমদানি-রপ্তানির চাকা। এদিকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা হুঁশিয়ারি দিয়েছেন, ২৮ মের মধ্যে পোশাকশ্রমিকদের সব বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে।
৩ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলায় তিস্তা নদীর বিভিন্ন এলাকা থেকে অবাধে তোলা হচ্ছে পাথর। দুই মাস ধরে চলছে অবৈধভাবে পাথর তোলার এই মহোৎসব। স্থানীয়রা বলছেন, একটি প্রভাবশালী চক্র নদী থেকে অবৈধভাবে পাথর তুলে অন্যত্র বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
৩ ঘণ্টা আগেসিরাজগঞ্জে যমুনা নদীতে পানি বাড়তে শুরু করায় দেখা দিয়েছে নদীভাঙন। বর্ষা মৌসুম শুরুর আগেই অশান্ত হয়ে পড়েছে যমুনা। ভাঙনে বিলীন হচ্ছে বিঘার পর বিঘা ফসলি জমি। জিও ব্যাগভর্তি বালুর বস্তা ফেলেও আটকানো যাচ্ছে না নদীর রুদ্ররূপ।
৩ ঘণ্টা আগেদেশের দক্ষিণাঞ্চলের বিশাল জনগোষ্ঠীর দন্তসংশ্লিষ্ট চিকিৎসাসেবা ও চিকিৎসক তৈরির জন্য নেই বিশেষায়িত কোনো সরকারি কলেজ ও হাসপাতাল। এই অভাব দূর করার জন্য সরকার ২০১৪ সালে গোপালগঞ্জে একটি পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপনের প্রকল্প নেয়...
৩ ঘণ্টা আগে