Ajker Patrika

দুই কৃষকের হাতাহাতিতে একজনের মৃত্যু

তিতাস প্রতিনিধি
দুই কৃষকের হাতাহাতিতে একজনের মৃত্যু

কুমিল্লার তিতাসে দুই কৃষকের হাতাহাতিতে হরে কৃষ্ণ (৬০) নামে একজনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আজ সোমবার সকাল ৯টায় উপজেলার জগতপুর ভাটিপাড়া গ্রামে। 

নিহত হরে কৃষ্ণ ভাটিপাড়া এলাকার মৃত গোবিন্দ সাহার ছেলে। তিনি পেশায় একজন কৃষক। 

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, নিহত হরে কৃষ্ণ সোমবার সকালে তার বাড়ির সামনে নিজের ফসলি জমি ধান খেত থেকে ঘাস আনতে যায়। একই সময় ওই ইউনিয়নের তালুক পাড়ার মৃত নুরু মিয়ার ছেলে মজিব মিয়াও ঘাস কাটতে যায়। তাদের দুইজনের জমি পাশাপাশি। এ সময় হরে কৃষ্ণ ঘাস কেটে দুই জমির মাঝ খানের আইল দিয়ে ঘাস আনতে গেলে মজিব তার খেতের ধান নষ্ট হয়েছে দাবি করে হরে কৃষ্ণকে প্রথমে গালাগালি করে। পরে দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে মজিব হাতে থাকা ঘাস কাটার কাচি দিয়ে হরে কৃষ্ণের বাম হাতের কব্জিতে কুপ দেয়। 

পরে হরে কৃষ্ণ বিষয়টি এলাকার বিচারক ও মজিবের ভাইদের কাছে বিচার নালিশ করে বাড়ি ফেরার সময় কফিল উদ্দিন মাস্টারের বাড়ির সামনে রাস্তায় এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। 

তখন স্থানীয়রা হরে কৃষ্ণের মাথায় পানি ঢালে এবং তার ছেলেদের খবর দিলে তারা এসে বাবাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

নিহত হরে কৃষ্ণের ছেলে হেলান চন্দ্র বলেন, মজিবর আমার বাবাকে মেরে ফেলেছে আমি আমার বাবা হত্যার বিচার চাই।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা জামান আশিক বলেন, সকালে মারামারি ঘটনায় আহত হয়ে হর কৃষ্ণ নামের একজন রোগী আসছিল। তবে আমরা চিকিৎসা দেয়ার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত