কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে কাজের সন্ধানে বন্ধুর কাছে এসেছিলেন নরসিংদীর মনোহরদীর যুবক আরেফুল ইসলাম শুভ। কিন্তু বন্ধু তাঁকে তুলে দেন অপহরণকারী চক্রের হাতে। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃত শুভকে উদ্ধার করেছে। পাশাপাশি অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে চার অস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজ শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন অপহরণকারী চক্রের মূল হোতা ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিন (৪৬), তাঁর দুই সহযোগী আলতাজ মিয়া (৪০) ও মুজিবুর রহমান (৫০)। তাঁরা হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকার বাসিন্দা।
ওসি গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যংয়ের একটি গোপন আস্তানায় এক ব্যক্তিকে জিম্মি রাখা হয়েছে। তিনি টেকনাফে কাজের সন্ধানে এসে অপহরণের শিকার হয়েছেন। জিম্মি রেখে মুক্তিপণ দাবির খবরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়।
এ সময় ধাওয়া দিয়ে অপহরণ চক্রের মূল হোতা এবং মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তাঁর দুই সহযোগীসহ আটক করা হয়। পরে তাঁর বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হেলাল উদ্দিনের বসতঘরসংলগ্ন মাটির নিচ থেকে দেশে তৈরি চারটি বন্দুক এবং সাতটি গুলি উদ্ধার করা হয়।
গিয়াস উদ্দিন আরও জানান, অপহরণের শিকার ওই ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা মজিবুর রহমানের কাছে এসেছিলেন। কিন্তু মজিবুর তাঁকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
আটক হেলাল উদ্দিনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।
কক্সবাজারের টেকনাফে কাজের সন্ধানে বন্ধুর কাছে এসেছিলেন নরসিংদীর মনোহরদীর যুবক আরেফুল ইসলাম শুভ। কিন্তু বন্ধু তাঁকে তুলে দেন অপহরণকারী চক্রের হাতে। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃত শুভকে উদ্ধার করেছে। পাশাপাশি অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে চার অস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজ শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।
আটক ব্যক্তিরা হলেন অপহরণকারী চক্রের মূল হোতা ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিন (৪৬), তাঁর দুই সহযোগী আলতাজ মিয়া (৪০) ও মুজিবুর রহমান (৫০)। তাঁরা হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকার বাসিন্দা।
ওসি গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যংয়ের একটি গোপন আস্তানায় এক ব্যক্তিকে জিম্মি রাখা হয়েছে। তিনি টেকনাফে কাজের সন্ধানে এসে অপহরণের শিকার হয়েছেন। জিম্মি রেখে মুক্তিপণ দাবির খবরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়।
এ সময় ধাওয়া দিয়ে অপহরণ চক্রের মূল হোতা এবং মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তাঁর দুই সহযোগীসহ আটক করা হয়। পরে তাঁর বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হেলাল উদ্দিনের বসতঘরসংলগ্ন মাটির নিচ থেকে দেশে তৈরি চারটি বন্দুক এবং সাতটি গুলি উদ্ধার করা হয়।
গিয়াস উদ্দিন আরও জানান, অপহরণের শিকার ওই ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা মজিবুর রহমানের কাছে এসেছিলেন। কিন্তু মজিবুর তাঁকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।
আটক হেলাল উদ্দিনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।
পার্বত্য খাগড়াছড়ির সীমান্তবর্তী পানছড়ির বিভিন্ন এলাকায় নির্বিচারে কাটা হচ্ছে পাহাড়। এতে ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে একটি চক্র এই পাহাড় কাটায় জড়িত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৫০ শয্যার। তবে তীব্র জনবল-সংকটে এখানে চিকিৎসাসেবা পাওয়া দুরূহ। সাতজন চিকিৎসা কর্মকর্তা (মেডিকেল অফিসার) থাকার কথা থাকলেও আছেন মাত্র একজন। ২৩ চিকিৎসকের জায়গায় রয়েছেন ১০ জন। চিকিৎসকের ঘাটতি মেটাতে সাব-অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা
৪ ঘণ্টা আগেনানা সমস্যায় জর্জরিত দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা। দীর্ঘদিন ধরে পৌর এলাকার রাস্তা ও ড্রেনের নাজুক অবস্থা, নেই পর্যাপ্ত ডাস্টবিন। ফলে যত্রতত্র গড়ে উঠেছে ময়লা-আবর্জনার ভাগাড়। ফলে দুর্ভোগ বেড়েছে পৌরবাসীর। নাগরিকদের অভিযোগ, নামে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাড়েনি সেবার মান। তাই রাস্তা ও ড্রেনগুলো দ্রুত সংস্ক
৪ ঘণ্টা আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫ কোটির বেশি টাকায় নেওয়া শতাধিক প্রকল্পে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সারমিনা সাত্তার ও উপজেলা প্রকৌশলী আয়েশা আখতার নিয়ম-বহির্ভূতভাবে প্রকল্প গ্রহণ ও ভুয়া প্রকল্প দেখিয়ে এই অনিয়ম করেছেন বলে অভিযোগ উঠেছে। বিষয়টি আড়াল করতে প্রকল্পের কাগজপত্র
৪ ঘণ্টা আগে