Ajker Patrika

কাজের সন্ধানে এসে অপহরণ চক্রের আস্তানায় যুবক, উদ্ধার করল যৌথ বাহিনী

কক্সবাজার প্রতিনিধি
নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা
নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে আটক ব্যক্তি। ছবি: আজকের পত্রিকা

কক্সবাজারের টেকনাফে কাজের সন্ধানে বন্ধুর কাছে এসেছিলেন নরসিংদীর মনোহরদীর যুবক আরেফুল ইসলাম শুভ। কিন্তু বন্ধু তাঁকে তুলে দেন অপহরণকারী চক্রের হাতে। খবর পেয়ে নৌবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে অপহৃত শুভকে উদ্ধার করেছে। পাশাপাশি অপহরণ চক্রের তিন সদস্যকে আটক করেছে। এ সময় ঘটনাস্থল থেকে চার অস্ত্র ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকায় এ অভিযান চালানো হয়। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন আজ শনিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন অপহরণকারী চক্রের মূল হোতা ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিন (৪৬), তাঁর দুই সহযোগী আলতাজ মিয়া (৪০) ও মুজিবুর রহমান (৫০)। তাঁরা হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বালুখালী এলাকার বাসিন্দা।

ওসি গিয়াস উদ্দিন বলেন, শুক্রবার মধ্যরাতে টেকনাফের হোয়াইক্যংয়ের একটি গোপন আস্তানায় এক ব্যক্তিকে জিম্মি রাখা হয়েছে। তিনি টেকনাফে কাজের সন্ধানে এসে অপহরণের শিকার হয়েছেন। জিম্মি রেখে মুক্তিপণ দাবির খবরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান চালায়। এতে ঘটনাস্থলে পৌঁছালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি টের পেয়ে তিন-চারজন লোক দৌড়ে পালানোর চেষ্টা চালায়।

নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধারকৃত অস্ত্র। ছবি: আজকের পত্রিকা
নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধারকৃত অস্ত্র। ছবি: আজকের পত্রিকা

এ সময় ধাওয়া দিয়ে অপহরণ চক্রের মূল হোতা এবং মাদক ও অস্ত্র কারবারি হেলাল উদ্দিনকে তাঁর দুই সহযোগীসহ আটক করা হয়। পরে তাঁর বাসা থেকে অপহরণের শিকার নরসিংদীর মনোহরদী উপজেলার বাসিন্দা আরেফুল ইসলাম শুভ নামে এক ব্যক্তিকে উদ্ধার করা হয়। পরে হেলাল উদ্দিনের বসতঘরসংলগ্ন মাটির নিচ থেকে দেশে তৈরি চারটি বন্দুক এবং সাতটি গুলি উদ্ধার করা হয়।

গিয়াস উদ্দিন আরও জানান, অপহরণের শিকার ওই ব্যক্তি গত ৩ মার্চ নরসিংদী থেকে কাজের সন্ধানে টেকনাফের বাসিন্দা মজিবুর রহমানের কাছে এসেছিলেন। কিন্তু মজিবুর তাঁকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় একটি ঘরে তালাবদ্ধ করে রাখেন। চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের কাছ থেকে ২ লাখ ৮০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে আসছিল।

আটক হেলাল উদ্দিনের বিরুদ্ধে মাদক ও অস্ত্র পাচারসহ নানা অভিযোগে টেকনাফ থানায় একাধিক মামলা রয়েছে জানিয়ে ওসি গিয়াস উদ্দিন বলেন, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘ক্রিকেটাররা আমাকে ন্যুড পাঠাত’, বিস্ফোরক ভারতের সাবেক কোচের সন্তান

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

নালিতাবাড়ীতে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক আটক

পারদর্শী হয়ে উঠছে বাংলাদেশ, স্থিতিশীল হচ্ছে ঢাকা-দিল্লি সম্পর্ক: ভারতীয় বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত