Ajker Patrika

মারিশ্যা–দীঘিনালা সড়কে পাহাড়ধস, দুই ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল শুরু

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১০: ৩৯
মারিশ্যা–দীঘিনালা সড়কে পাহাড়ধস, দুই ঘণ্টা বন্ধ থাকার পর যান চলাচল শুরু

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা–দীঘিনালা সড়কের ১৪ কিলোমিটার দুই টিলা এলাকায় সড়কের ওপর পাহাড়ের মাটি ধসে পড়েছে। এতে প্রায় দুই ঘণ্টা সড়ক যোগাযোগ বন্ধ ছিল। আজ মঙ্গলবার ভোরে এই পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। 

সংবাদ পেয়ে সিক্স বেঙ্গল বাঘাইহাট জোনের দুই টিলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা মাটি সরানোর কাজ করে সড়কের দুই পাশে আটকে পড়া যানবাহন পার করে দেয়। 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার পাহাড়ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘রাতে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পাহাড়ের মাটি ধসে পড়েছে। আমরা সংবাদ পাওয়ার পরপরই সেনাবাহিনী ও সড়ক বিভাগে জানিয়ে দ্রুত মাটি সরাতে অনুরোধ করি। পরে সেনাসদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাটি সরানোর কাজ শুরু করে। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।’ 

ইউএনও আরও বলেন, ‘এই সড়কের ১৮ কিলোমিটার এলাকাজুড়ে ১০টি পয়েন্টে পাহাড়ধসের ঝুঁকি থাকায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা উত্তোলন করে স্থানীয় ও সড়কে যাতায়াতকারীদের সতর্ক করা হয়েছে।’ 

উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম বলেন,  পাহাড়ধসের পর এখন আবার যান চালাচল স্বাভাবিক হয়েছে। সেনাবাহিনীর ত্বরিত পদক্ষেপের জন্যই এটা সম্ভব হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত