Ajker Patrika

কুবিতে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন

কুবি সংবাদদাতা
আপডেট : ১২ জুলাই ২০২৪, ১৫: ৩৪
কুবিতে সাংবাদিকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সাংবাদিকের ওপর গতকাল বৃহস্পতিবার পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশি হামলার প্রতিবাদে মানববন্ধনে অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু ভাস্কর্যের পাদদেশে এ কার্যক্রমের আয়োজন করা হয়। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক জাভেদ রায়হানের সঞ্চালনায় ও সভাপতি ইকবাল হাসানের সভাপতিত্বে মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক এবং বিশ্ববিদ্যালয়ের থিয়েটার, অনুপ্রাস, বৃত্ত কুবিসহ অন্যান্য সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

মানববন্ধনে উপস্থিত দৈনিক আজকের পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. আতিকুর রহমান বলেন, ‘আমরা গতকাল সাংবাদিক হিসেবে আমাদের পেশাগত দায়িত্ব পালন করছিলাম। কিন্তু এ সময় পুলিশ গণমাধ্যমকর্মীদের উদ্দেশ্য করে কাঁদানে গ্যাস ছোড়ে এবং লাঠিপেটা করে। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক পরিচয় দিলে তারা বলে, ক্যাম্পাস সাংবাদিকদের গোনে না। এ কথা কিসের ভিত্তিতে বলেছে জানা নেই। তবে তাদের এই সাংবাদিকদের ওপর হামলা গণমাধ্যমের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করছে।’ 

বিশ্ববিদ্যালয়ের দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সভাপতি ইকবাল হাসান বলেন, ‘আমার তিনজন সহকর্মী আহত হয়েছেন। এ ছাড়া একাধিক সাংবাদিককে পুলিশ মানসিকভাবে হেনস্তা করেছে, যা গণমাধ্যমের টুঁটি চেপে ধরার চেষ্টা বলে আমাদের কাছে দৃশ্যমান। সাংবাদিকদের ওপর এই হামলা ও হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব আশা করি, এই হামলার যথাযথ তদন্ত সাপেক্ষে বিচার করা হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত