Ajker Patrika

সেনবাগে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৫ জুন ২০২৩, ১১: ০১
সেনবাগে বিদ্যুতায়িত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু

নোয়াখালীর সেনবাগে দোকান তৈরির কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে মো. রিপন (৩৬) ও নাছির উদ্দিন (২৮) নামে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় নুর হোসেন (২৭) নামে আরও এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ছাতারপাইয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চিলাদি উত্তর পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।

নিহত মো. রিপন চিলাদি উত্তর পাড়া গ্রামের উদানিয়া বাড়ির মৃত আব্দুর রশিদের ছেলে ও মো. নাছির উদ্দিন পাঁচতুপা গ্রামের মিয়াজী বাড়ির মৃত আবু বকরের ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় চিলাদি উত্তর পাড়ায় আবু সওদাগরের বাড়ির সামনে আবুল খায়ের নামে এক ব্যক্তির দোকান নির্মাণের জন্য আরসিসি স্ল্যাব ও কলাম তৈরির কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। তখন লম্বা একটি লোহার রড কলামে বসাচ্ছিলেন নির্মাণ শ্রমিক রিপন ও নাছির। অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক প্রধান লাইনের তারের সঙ্গে রডটি লেগে যায়। এতে তাঁরা দুজনই বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ঘটনাস্থলে থাকা মো. নুর হোসেন গুরুতর আহত হলে তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। 

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতদের মৃতদেহ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত