Ajker Patrika

কক্সবাজারে সৈকতের ঝাউবনে মহাবিপন্ন বনরুই উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১৭
কক্সবাজারে সৈকতের ঝাউবনে মহাবিপন্ন বনরুই উদ্ধার

কক্সবাজারের সমুদ্রসৈকতের ঝাউবন থেকে মহাবিপন্ন বনরুই উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের সমিতিপাড়া এলাকায় বিরল প্রজাতির প্রাণীটি উদ্ধার করা হয়। 

নেচার কনজারভেশন ম্যানেজমেন্টের (নেকম) জেলা ব্যবস্থাপক আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সমিতিপাড়ার বাসিন্দা মোহাম্মদ ফয়সাল বনরুইটি ঝাউবাগানে দেখতে পেয়ে ধরে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে নেকমের সিপিজি কর্মীরা বনরুইটি উদ্ধার করে। পরে এটি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়।

আব্দুল কাইয়ুম আরও বলেন, ধারণা করা হচ্ছে, বনরুইটি হিমছড়ি বনাঞ্চল থেকে গভীর রাতে সামুদ্রিক মাছ খেতে সাগরে নেমেছিল। সেখান থেকে ভেসে সমিতিপাড়া সৈকতে এসে থাকতে পারে। 

ইকো লাইফ প্রকল্পের উপপ্রকল্প পরিচালক ড. শফিকুর রহমান বলেন, বনরুই একটি আঁশযুক্ত স্তন্যপায়ী প্রাণী। দেখতে অনেকটা রুই মাছের মতো। বনরুই ছাড়া অন্য কোনো স্তন্যপায়ী প্রাণীর শরীর শক্ত আঁশে আবৃত নয়। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) লাল তালিকা অনুযায়ী বনরুই বিশ্বব্যাপী মহাবিপন্ন প্রাণী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত