Ajker Patrika

কোম্পানীগঞ্জে বুলডোজার দিয়ে অবৈধ ইটভাটা ধ্বংস

নোয়াখালী প্রতিনিধি
বিবিএমসি ইটভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত
বিবিএমসি ইটভাটাটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। ছবি: সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বিকেলে রামপুর ৭ নম্বর ওয়ার্ডে উপজেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বামনী ব্রিকস ম্যানুফ্যাকচার কোম্পানি (বিবিএমসি) নামে ইটভাটায় এ অভিযান চালানো হয়।

জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ও জেলা প্রশাসকের লাইসেন্স ছাড়াই ইটভাটাটি পরিচালিত হচ্ছিল। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘন করে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটা পরিচালনা করে আসছিলেন এটির মালিক। পরিবেশের চরম ক্ষতি হওয়ায় স্থানীয় বাসিন্দাদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের দেওয়া নির্দেশনা অনুযায়ী প্রশাসন ভাটার কার্যক্রম বন্ধ করে দিয়ে তা ভেঙে গুঁড়িয়ে দেয়।  

অভিযান পরিচালনা করেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম এবং জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজীব। এ সময় সেনাবাহিনী টিম, কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্য ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত