নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ইমাম মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ চলাকালে চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার নগরীর মুরাদপুর ও বহদ্দারহাট মোড়ে সংঘর্ষের সময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ও পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার নগরীর মুরাদপুর ও চান্দগাঁওয়ে সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনীও পুলিশের সঙ্গে আন্দোলন দমনের চেষ্টা করে।
ঘটনার পর রাতে পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করে। ওই মামলায় ২১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পাঁচলাইশ থানার মামলায় ১২ জন ও চান্দগাঁও থানার মামলায় ৯ জন।
এ বিষয়ে পাঁচলাইশ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ও মো. আফতাব উদ্দিন বলেন, ইসলামী ছাত্রসেনা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সদস্যরা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের নামে হাতে লাঠি, ইটপাথর নিয়ে একটি মিছিল করেন। পরে মুরাদপুর মোড়ে জড়ো হয়ে বিভিন্ন স্থাপনা ও গণপরিবহন ভাঙচুর করেন।
পুলিশ সদস্যরা তাঁদের নিবৃত্তের চেষ্টা করলে দুষ্কৃতকারীরা পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে।
পাঁচলাইশ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি-বেসরকারি জানমাল রক্ষায় ঘটনাস্থলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করা হয়।
এ সময় তাৎক্ষণিক ঘটনাস্থল ও এর আশপাশে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
ইমাম মুহাম্মদ রইস উদ্দিন হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ চলাকালে চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল জামাআতের ২১ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল সোমবার নগরীর মুরাদপুর ও বহদ্দারহাট মোড়ে সংঘর্ষের সময় তাৎক্ষণিক ঘটনাস্থল থেকে ও পরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া পৃথক দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ মঙ্গলবার তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোমবার নগরীর মুরাদপুর ও চান্দগাঁওয়ে সড়ক অবরোধ কর্মসূচি চলাকালে আন্দোলনকারীদের ওপর পুলিশের লাঠিপেটা, টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এ সময় পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। ঘটনাস্থলে সেনাবাহিনীও পুলিশের সঙ্গে আন্দোলন দমনের চেষ্টা করে।
ঘটনার পর রাতে পাঁচলাইশ ও চান্দগাঁও থানায় পুলিশ বাদী হয়ে পুলিশের ওপর হামলা, ভাঙচুর ও নাশকতার অভিযোগ এনে বিশেষ ক্ষমতা আইনে পৃথক দুটি মামলা করে। ওই মামলায় ২১ জনকে গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে পাঁচলাইশ থানার মামলায় ১২ জন ও চান্দগাঁও থানার মামলায় ৯ জন।
এ বিষয়ে পাঁচলাইশ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান ও মো. আফতাব উদ্দিন বলেন, ইসলামী ছাত্রসেনা, ইসলামী ফ্রন্ট, আহলে সুন্নাত ওয়াল জামাআতের সদস্যরা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া অবরোধ কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশের নামে হাতে লাঠি, ইটপাথর নিয়ে একটি মিছিল করেন। পরে মুরাদপুর মোড়ে জড়ো হয়ে বিভিন্ন স্থাপনা ও গণপরিবহন ভাঙচুর করেন।
পুলিশ সদস্যরা তাঁদের নিবৃত্তের চেষ্টা করলে দুষ্কৃতকারীরা পুলিশের ওপর চড়াও হয়। পরে পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল নিক্ষেপ করে।
পাঁচলাইশ ও চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সরকারি-বেসরকারি জানমাল রক্ষায় ঘটনাস্থলে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করা হয়।
এ সময় তাৎক্ষণিক ঘটনাস্থল ও এর আশপাশে অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এ ঘটনায় দায়ের হওয়া একটি মামলায় পরে তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
মেহেরপুর সদর উপজেলার হরিরামপুর গ্রামের কৃষক কলিম উদ্দীন। চলতি বছর তিনি কৃষি বিভাগ থেকে পাওয়া বারি-৩০ জাতের গম লাগিয়েছেন এক বিঘা জমিতে। কিন্তু যবের দুটিসহ পাঁচ প্রকারের জাতে ছেয়ে গেছে তাঁর পুরো খেত। এখন উৎপাদিত এ গম থেকে কীভাবে বীজ উৎপাদন করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষি কলিম উদ্দীন।
১৬ মিনিট আগেবাগেরহাট-১ আসনের সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, তাঁর ছেলে বাগেরহাট-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ তন্ময়সহ পাঁচজনের বিরুদ্ধে ২০০ কোটি টাকার চাঁদাবাজির মামলা হয়েছে। স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান নিউ বসুন্ধরা রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মান্নান তালুকদার সোমবার (৫ মে) বাগেরহাট মডেল থানায়...
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষকের বিরুদ্ধে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীকে (১১) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার সকালে ভুক্তভোগী শিক্ষার্থীর পরিবারসহ স্থানীয়রা বিদ্যালয়ে গিয়ে ওই শিক্ষকের বিচারের দাবিতে হট্টগোল শুরু করেন।
১ ঘণ্টা আগেচাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভা এলাকায় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৩) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলা হলে সোমবার (৫ মে) দিবাগত রাতে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) বিকেলে তাঁদেরকে চাঁদপুর আদালতে সোপর্দ করে মতলব উত্তর থানা পুলিশ।
১ ঘণ্টা আগে