হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
ফুটবল খেলার সময় হালদা নদীতে পড়ে যাওয়া বল আনতে গিয়ে তলিয়ে গেছে এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ আনাস (১৪)। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। এখনো ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি।
জানা গেছে, শিক্ষার্থী আনাস ওই এলাকার হাজী দুলা মিঞা সওদাগর বাড়ির দুবাই প্রবাসী মোহাম্মদ আবু তাহেরের ছেলে। সে পৌরসভার পূর্ব দেওয়ান নগরের ১১ মাইল এলাকার শাহ অলি উল্লাহ (রহ.) ইসলামী মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আনাস মায়ের সঙ্গে ১১ মাইল এলাকার উম্মে মঞ্জিলে ভাড়া বাসায় থাকত।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আনাস ও তার আরও দুই বন্ধু মিলে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় হালদা নদীর পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে তাদের বল নদীতে পড়ে যায়। সেই বল আনতে গিয়ে নদীতে তলিয়ে যায় শিক্ষার্থী আনাস।
এ বিষয়ে আনাসের মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ বলেন, ‘আনাস অনাবাসিক ছাত্র। গত বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর সে বাসায় চলে যায়। তারপর কি হলো আমি জানি না। তবে আপনাদের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, সে হালদা নদীতে পড়ে যাওয়া ফুটবল কুড়িয়ে আনতে গিয়ে তলিয়ে যায়।’
আনাসের নানা মোহাম্মদ এনামুল হক বলেন, ‘আনাস মাদ্রাসা থেকে এসে বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে যায়। সেখানে নদীতে ডুবে গেছে বলে খবর পেয়েছি। নাতি নিখোঁজের খবর শুনে আমরা খুবই দুশ্চিন্তায় আছি।’
এদিকে জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টায় তল্লাশি অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। পরে আজ শুক্রবার ভোরে ফের তল্লাশি অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহাজাহান বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সন্ধ্যা সাড়ে সাতটায় পর্যন্ত কৃত্রিম আলোতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার ভোরে ফের অভিযান শুরু করা হয়েছে।’
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল আলম জানান, জেলা প্রশাসকের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আজ শুক্রবার ভোর থেকে ঘটনাস্থল ছাড়াও এর উপরে এবং নিচে প্রায় দুই কিলোমিটার করে মোট চার কিলোমিটার উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
ফুটবল খেলার সময় হালদা নদীতে পড়ে যাওয়া বল আনতে গিয়ে তলিয়ে গেছে এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থীর নাম মোহাম্মদ আনাস (১৪)। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। এখনো ওই শিক্ষার্থীকে খুঁজে পাওয়া যায়নি।
জানা গেছে, শিক্ষার্থী আনাস ওই এলাকার হাজী দুলা মিঞা সওদাগর বাড়ির দুবাই প্রবাসী মোহাম্মদ আবু তাহেরের ছেলে। সে পৌরসভার পূর্ব দেওয়ান নগরের ১১ মাইল এলাকার শাহ অলি উল্লাহ (রহ.) ইসলামী মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী। আনাস মায়ের সঙ্গে ১১ মাইল এলাকার উম্মে মঞ্জিলে ভাড়া বাসায় থাকত।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, আনাস ও তার আরও দুই বন্ধু মিলে উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের স্লুইসগেট এলাকায় হালদা নদীর পাশে ফুটবল খেলছিল। একপর্যায়ে তাদের বল নদীতে পড়ে যায়। সেই বল আনতে গিয়ে নদীতে তলিয়ে যায় শিক্ষার্থী আনাস।
এ বিষয়ে আনাসের মাদ্রাসার পরিচালক মাওলানা মোহাম্মদ সফিউল্লাহ বলেন, ‘আনাস অনাবাসিক ছাত্র। গত বৃহস্পতিবার মাদ্রাসা ছুটির পর সে বাসায় চলে যায়। তারপর কি হলো আমি জানি না। তবে আপনাদের মাধ্যমে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে জানতে পারি, সে হালদা নদীতে পড়ে যাওয়া ফুটবল কুড়িয়ে আনতে গিয়ে তলিয়ে যায়।’
আনাসের নানা মোহাম্মদ এনামুল হক বলেন, ‘আনাস মাদ্রাসা থেকে এসে বৃহস্পতিবার দুপুরের খাবার খেয়ে বন্ধুদের সঙ্গে বেড়াতে যায়। সেখানে নদীতে ডুবে গেছে বলে খবর পেয়েছি। নাতি নিখোঁজের খবর শুনে আমরা খুবই দুশ্চিন্তায় আছি।’
এদিকে জাতীয় জরুরি সেবার হটলাইন নম্বর ৯৯৯-এ খবর পেয়ে গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় হাটহাজারী ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টায় তল্লাশি অভিযান স্থগিত করে ফায়ার সার্ভিস। পরে আজ শুক্রবার ভোরে ফের তল্লাশি অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ শাহাজাহান বলেন, ‘আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। সন্ধ্যা সাড়ে সাতটায় পর্যন্ত কৃত্রিম আলোতে তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। আজ শুক্রবার ভোরে ফের অভিযান শুরু করা হয়েছে।’
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল আলম জানান, জেলা প্রশাসকের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল আজ শুক্রবার ভোর থেকে ঘটনাস্থল ছাড়াও এর উপরে এবং নিচে প্রায় দুই কিলোমিটার করে মোট চার কিলোমিটার উদ্ধার অভিযান পরিচালনা করেছে।
চট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
১৬ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
৩৩ মিনিট আগে‘কলিজা টানি ছিঁড়ি ফেলবো—একবারে টানি ছিঁড়ি ফেলবো তোমার, চেনো তুমি—এ চেনো! খুব পাওয়ার দেখাও জামায়াতের, একবারে নিশ্চিহ্ন করি দিবো জামায়াত। চেনো বিএনপি!’ জামায়াতের অঙ্গসংগঠন শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক নেতাকে এভাবে হুমকি দিয়েছেন কুড়িগ্রামের রাজারহাট উপজেলা বিএনপির আহ্বায়ক আনিছুর রহমান। তাঁর হুমকি দেওয়ার
৩৪ মিনিট আগেঢাকার সাভারে বাসের ধাক্কায় গণস্বাস্থ্য কেন্দ্রের এক সাবেক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আশুলিয়ায় গণস্বাস্থ্য কেন্দ্রের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম শামসুল মোল্লা (৭০)। তিনি চাঁদপুরের মতলবের বাসিন্দা।
৩৭ মিনিট আগে