Ajker Patrika

জুলুম-নির্যাতন উপেক্ষা করে জনগণের পাশে থাকব: ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
জুলুম-নির্যাতন উপেক্ষা করে জনগণের পাশে থাকব: ডা. শাহাদাত

চট্টগ্রাম নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ‘দেশে আইনের শাসন নেই। দেশ চলছে একদলীয় শাসন ব্যবস্থায়। বিরোধী দল আজ কথা বলতে পারে না। কথা বলার স্বাধীনতা নেই। এই সরকার বিরোধী মতকে দমন করার জন্য প্রশাসনকে ব্যবহার করছে। বিরোধী দল যখনই রাস্তায় নামে তখনই সরকারি প্রশাসন লাঠিপেটা করে।’

আজ বুধবার বিকেলে কোতোয়ালি থানা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেনের সৌজন্যে কোতোয়ালির আটটি ওয়ার্ডে দরিদ্রদের মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণের কল্যাণে আমরা রাজনীতি করি। দেশের এমন বেহাল দশাতে বিএনপি জনগণের পাশে দাঁড়িয়েছে। এই সরকারের সকল জুলুম-নির্যাতন উপেক্ষা করে আমরা জনগণের পাশে থাকব। আমরা প্রতিদিন কোন না কোন ওয়ার্ডে অসহায় দরিদ্রদের কল্যাণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে আজ হাহাকার চলছে। নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত কেউ এই সরকারের অধীনে শান্তিতে ও নিরাপদে নেই।’ 

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, ‘এই সরকার জনগণের টুঁটি চেপে ধরেছে। কেউ এই সরকারের সমালোচনা করলে তার বিরুদ্ধে মামলা হয়। এই সরকার একটি মামলাবাজ সরকার। এ মামলাবাজ সরকার যতক্ষণ না পর্যন্ত বিদায় না হবে, ততক্ষণ পর্যন্ত এ দেশের মানুষ মানুষের জুলুম-নির্যাতন শেষ হবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

মাগুরার শিশুটি এখনো অচেতন, চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান

ঈদে পুলিশের সহযোগী ফোর্স হবে বেসরকারি নিরাপত্তাকর্মী, পাবে গ্রেপ্তারের ক্ষমতা

তিন নারী আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: তারেক রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত