Ajker Patrika

ভোটাররা নিরাপদে থাকবেন, নিরাপত্তার দায়িত্ব আমাদের: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
ভোটাররা নিরাপদে থাকবেন, নিরাপত্তার দায়িত্ব আমাদের: সিএমপি কমিশনার

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায় বলেছেন, ‘আপনারা (ভোটাররা) নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের। আমাদের যে সক্ষমতা আছে, সে আলোকে বলতে পারি, আপনারা নিরাপদ থাকবেন। যদি কোনো ব্যত্যয় ঘটে বা কেউ ব্যত্যয় ঘটাতে চায়, তার বিরুদ্ধে শক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

আজ সোমবার নগরের জামালখানে ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

এর আগে পুলিশ কমিশনারের নেতৃত্বে একটি দল নগরের বিভিন্ন সংসদীয় এলাকার ভোটকেন্দ্র পরিদর্শনে যান। পরে প্রেস ব্রিফিংয়ে অংশ নেন তিনি। 

কৃষ্ণ পদ রায় বলেন, ‘মহানগরীতে যেসব ভোটকেন্দ্র রয়েছে, সেখানে সংঘাতের শঙ্কার কোনো কারণ নেই। আমরা একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই, নির্বাচনকে ঘিরে কেউ যদি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান, প্রতিপক্ষকে ভয়ভীতি দেখাতে চান বা সাধারণ ভোটারদের মধ্যে ভীতি সঞ্চার করতে চান, তাহলে তাঁদের বিরুদ্ধে ফৌজদারি আইন অনুসারে ব্যবস্থা নেওয়া হবে।’ 

কমিশনার আরও বলেন, ‘নির্বাচনের দিন সিএমপির পক্ষ থেকে ৪ হাজার ৫০০ জন ফোর্স মাঠে থাকবে। চট্টগ্রাম মহানগরীতে যেসব অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে, সেখানে আমাদের ফোর্সের উপস্থিতি তুলনামূলক বেশি থাকবে। পাশাপাশি আমাদের সঙ্গে স্ট্রাইকিং ফোর্স থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে প্রভাবশালী ভারতীয় বংশোদ্ভূত প্রতিরক্ষা বিশেষজ্ঞ গ্রেপ্তার

জুলাই সনদে স্বাক্ষর নিয়ে শেষ মুহূর্তে এসে অনিশ্চয়তা, সন্ধ্যায় ‘অতি জরুরি’ বৈঠক

ইতিহাসের সর্ববৃহৎ ক্রিপ্টো কেলেঙ্কারি, ১৪ বিলিয়ন ডলারের কয়েন জব্দ

বিহার নির্বাচন: লড়বেন না প্রশান্ত কিশোর, ‘নিশ্চিত পরাজয়’ দেখছেন বিজেপি জোটের

প্রাপ্তবয়স্কদের কনটেন্ট চালু করছে চ্যাটজিপিটি, শিশুদের নিরাপত্তা কোথায়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত