Ajker Patrika

সোনাইমুড়ীতে ৯ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি 

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২৩, ১৩: ০১
সোনাইমুড়ীতে ৯ দোকান পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি 

নোয়াখালীর সোনাইমুড়ীতে আগুনে নয়টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। 

গতকাল রোববার রাত পৌনে ২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সোনাইমুড়ী ফায়ার সার্ভিসের একটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। 
 
স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, পিতাম্বপুর বাজারে প্রায় ২০০-২৫০টি দোকান রয়েছে। রোববার রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান ব্যবসায়ীরা। রাত ২টার দিকে বাজারের একটি দোকানে আগুন জ্বলতে দেখেন আশপাশের লোকজন। এরই মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। এতে দুটি ফার্মেসি, একটি চা-দোকান, একটি কনফেকশনারি দোকান, একটি মুদিদোকান, একটি সার দোকান, একটি সেলুন দোকানসহ ৯টি দোকান পুড়ে গেছে। 

সোনাইমুড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. রাকিবুল ইসলাম বলেন, মার্কেটের একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এ অগ্নিকাণ্ডে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত