চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় কলেজছাত্র মুহাম্মদ রাকিব (১৮) নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ডিগ্রি কলেজ গেট এলাকায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে অবরোধ করে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গতকাল রোববার বেলা দেড়টার দিকে ডুলাহাজারা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিবকে বাস ধাক্কা দেয়। তাৎক্ষণিক সহপাঠীরা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাকিবকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার তাঁর মৃত্যু হয়।
পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাকিবের মৃত্যুর পর সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হয়ে বাসচালককে গ্রেপ্তারের দাবি জানায়। এ সময় কয়েক শ শিক্ষার্থী ডুলাহাজারা ডিগ্রি কলেজ গেট এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এতে চট্টগ্রাম-কক্সবাজারের মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে শিক্ষার্থীরা চালক ও সহকারীর বিচার, কলেজ গেটে সড়কে গতিরোধক স্থাপন, কলেজে যাতায়াতের সময় প্রতিটি বাসে কয়েকজন করে শিক্ষার্থী পরিবহনসহ কয়েকটি দাবি তোলে।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আশ্বাস দিয়ে শান্ত করার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা রাকিবের মৃত্যুর ঘটনার প্রতিবাদে স্লোগান দেয়। শিক্ষার্থীদের হাতে সড়ক নানা প্ল্যাকার্ড-ফেস্টুন ছিল। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, পরিবহনমালিকেরা সব ধরনের দাবি মেনে নিয়েছেন। কলেজের সামনে গতিরোধক স্থাপন করে দেওয়া কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইউএনও জেপি দেওয়ান বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের ঘটনাটি দুঃখজনক। শিক্ষার্থীরা কিছু দাবি তোলে; তা পূরণের আশ্বাস দিয়ে কলেজে ফেরানো হয়েছে। কলেজে শিক্ষার্থী ও পরিবহনমালিকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।
কক্সবাজারের চকরিয়ায় বাসের ধাক্কায় কলেজছাত্র মুহাম্মদ রাকিব (১৮) নিহতের ঘটনায় সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
আজ সোমবার বেলা ১১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ডুলাহাজারা ডিগ্রি কলেজ গেট এলাকায় শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে অবরোধ করে। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
গতকাল রোববার বেলা দেড়টার দিকে ডুলাহাজারা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিবকে বাস ধাক্কা দেয়। তাৎক্ষণিক সহপাঠীরা তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাকিবকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে রাখা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার তাঁর মৃত্যু হয়।
পুলিশ, কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাকিবের মৃত্যুর পর সকালে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীরা জড়ো হয়ে বাসচালককে গ্রেপ্তারের দাবি জানায়। এ সময় কয়েক শ শিক্ষার্থী ডুলাহাজারা ডিগ্রি কলেজ গেট এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে। এতে চট্টগ্রাম-কক্সবাজারের মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
অবরোধে শিক্ষার্থীরা চালক ও সহকারীর বিচার, কলেজ গেটে সড়কে গতিরোধক স্থাপন, কলেজে যাতায়াতের সময় প্রতিটি বাসে কয়েকজন করে শিক্ষার্থী পরিবহনসহ কয়েকটি দাবি তোলে।
এদিকে সড়ক অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও কলেজ কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়া আশ্বাস দিয়ে শান্ত করার চেষ্টা করে। এ সময় শিক্ষার্থীরা রাকিবের মৃত্যুর ঘটনার প্রতিবাদে স্লোগান দেয়। শিক্ষার্থীদের হাতে সড়ক নানা প্ল্যাকার্ড-ফেস্টুন ছিল। তবে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী বলেন, পরিবহনমালিকেরা সব ধরনের দাবি মেনে নিয়েছেন। কলেজের সামনে গতিরোধক স্থাপন করে দেওয়া কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। এখন সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ইউএনও জেপি দেওয়ান বলেন, সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহতের ঘটনাটি দুঃখজনক। শিক্ষার্থীরা কিছু দাবি তোলে; তা পূরণের আশ্বাস দিয়ে কলেজে ফেরানো হয়েছে। কলেজে শিক্ষার্থী ও পরিবহনমালিকদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।
মৌলভীবাজারে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে নানা সীমাবদ্ধতায় শিক্ষাব্যবস্থা বেহাল রূপ ধারণ করেছে। শিক্ষক, শ্রেণিকক্ষ ও আসবাবের সংকটের পাশাপাশি শিক্ষার্থীদের উপস্থিতি নামকাওয়াস্তে। খাতাপত্রে শিক্ষার্থীদের উপস্থিতি দেখালেও বাস্তব চিত্র ভিন্ন।
১ ঘণ্টা আগেতিস্তা সেচ প্রকল্পের পানি ব্যবহারের জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। জানা গেছে, সেচনালা সংস্কারের অজুহাত ও সরকার নির্ধারিত সেচমূল্য না জানার অজ্ঞতাকে কাজে লাগিয়ে স্থানীয় সেচ সমিতি এই বাড়তি টাকা আদায় করছে। এ ছাড়া পানি না পাওয়া ও অসময়ে অতিরিক্ত পানি পাওয়ার অভিযোগ...
২ ঘণ্টা আগেসোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার রাতে একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগার পর কথাকাটাকাটির একপর্যায়ে দুর্বৃত্তরা হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় ঢামেকে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
৩ ঘণ্টা আগেঢাকার মূল সড়কগুলোতে ব্যাটারিচালিত অবৈধ রিকশাগুলোর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার (১৩ মে) অভিযান পরিচালনার সময় বেশ কয়েকটি রিকশা ক্রেন দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তবে গুঁড়িয়ে দেওয়া তিন রিকশার চালকদের ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
৫ ঘণ্টা আগে