মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের মতলব উত্তরে অনুমোদনহীন সোহেল ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে মাশাল্লাহ-আলহামদুলিল্লাহ খামারির আটটি গরু গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে। এ বিষয়ে খামারের মালিক লিটন থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ব্যাটারি কারখানাসংলগ্ন খেত থেকে ঘাস কেটে গরুকে দিয়েছেন খামারি জসিম উদ্দিন লিটন। ওই ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ে আটটি গরু। অবস্থা খারাপ দেখে খামারেই তিনটি গরু জবাই করেন ও পাঁচটি গরু কসাইয়ের কাছে স্বল্প মূল্যে বিক্রি করেন। এর আগেও একই কারণে কয়েকটি গরু মারা যাওয়ায় কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি আবার চালু করায় এর প্রভাব পড়ছে।
খামারমালিক জসিম উদ্দিন লিটন বলেন, ‘পাঁচ বছর ধরে খামার করছি। কোনো দিন অসুবিধা হয়নি। এই প্রথম ব্যাটারির কারখানাসংলগ্ন খেত থেকে ঘাস খাওয়ানোর কারণে গরুগুলো অসুস্থ হয়েছে। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকি গরুগুলো নিয়ে চিন্তায় আছি। যদি এগুলোরও সমস্যা হয়, তাহলে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
এদিকে কারখানার মালিক সোহেল বলেন, ‘সামান্য পরিবেশদূষণ হলেও হতে পারে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অন্য সব কাগজপত্র আছে। যেহেতু মানুষের ক্ষতি হয়, সেহেতু কারখানাটি বন্ধ করে দেব।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, ‘খবর পাওয়ার পর আমি খামারে যাই। ঘাসের মধ্যে বিষাক্ত গ্যাস ছিল। এ কারণে গরুগুলো অসুস্থ হয়ে গেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
চাঁদপুরের মতলব উত্তরে অনুমোদনহীন সোহেল ব্যাটারি কারখানার বিষাক্ত বর্জ্যে মাশাল্লাহ-আলহামদুলিল্লাহ খামারির আটটি গরু গুরুতর অসুস্থ হওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রায় ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার গজরা ইউনিয়নের ডুবগি গ্রামে। এ বিষয়ে খামারের মালিক লিটন থানায় অভিযোগ করেছেন।
অভিযোগ জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ব্যাটারি কারখানাসংলগ্ন খেত থেকে ঘাস কেটে গরুকে দিয়েছেন খামারি জসিম উদ্দিন লিটন। ওই ঘাস খেয়ে অসুস্থ হয়ে পড়ে আটটি গরু। অবস্থা খারাপ দেখে খামারেই তিনটি গরু জবাই করেন ও পাঁচটি গরু কসাইয়ের কাছে স্বল্প মূল্যে বিক্রি করেন। এর আগেও একই কারণে কয়েকটি গরু মারা যাওয়ায় কারখানাটি বন্ধ করে দেয়। সম্প্রতি আবার চালু করায় এর প্রভাব পড়ছে।
খামারমালিক জসিম উদ্দিন লিটন বলেন, ‘পাঁচ বছর ধরে খামার করছি। কোনো দিন অসুবিধা হয়নি। এই প্রথম ব্যাটারির কারখানাসংলগ্ন খেত থেকে ঘাস খাওয়ানোর কারণে গরুগুলো অসুস্থ হয়েছে। এতে আমার ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাকি গরুগুলো নিয়ে চিন্তায় আছি। যদি এগুলোরও সমস্যা হয়, তাহলে পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকবে না।’
এদিকে কারখানার মালিক সোহেল বলেন, ‘সামান্য পরিবেশদূষণ হলেও হতে পারে। এ ছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অন্য সব কাগজপত্র আছে। যেহেতু মানুষের ক্ষতি হয়, সেহেতু কারখানাটি বন্ধ করে দেব।’
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র দাস বলেন, ‘খবর পাওয়ার পর আমি খামারে যাই। ঘাসের মধ্যে বিষাক্ত গ্যাস ছিল। এ কারণে গরুগুলো অসুস্থ হয়ে গেছে।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি বলেন, ‘এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
শেখ হাসিনা সরকারের পতনের পর বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নানা উন্নয়নকাজ একটি সংঘবদ্ধ চক্র (সিন্ডিকেট) দখল করে নিচ্ছে। পদ না থাকলেও বিএনপি নামধারী কয়েক নেতা করপোরেশনের লাখ লাখ টাকার কাজগুলো করেছে বলে অভিযোগ করেছে। এ নিয়ে গত মঙ্গলবারও দুই পক্ষে হাতাহাতি হয়েছে।
৭ ঘণ্টা আগেসুনামগঞ্জে হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময়সীমা গতকাল শেষ হয়েছে। তবে কাজ শেষ করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। পাউবোর দাবি, জেলায় বাঁধের কাজ গড়ে ৮৮ শতাংশ শেষ হয়েছে। বাকি কাজ শেষ করতে আরও সাত
৭ ঘণ্টা আগেইজমা শোভা জর্দা কোম্পানি। দেশি এই জর্দা কোম্পানির মালিক মঞ্জু মিয়া। তিনি জেলার কয়েকজন প্রভাবশালী নেতার ঘনিষ্ঠজন। ২০২৩ সালে আওয়ামী লীগ সরকারের আমলে মঞ্জু মিয়া করিমগঞ্জ উপজেলার জাফরাবাদ ও কাদির জঙ্গল ইউনিয়নের মধ্যবর্তী দেওয়ানগঞ্জ বাজার সেতুর পশ্চিমে নরসুন্দা নদীর...
৭ ঘণ্টা আগেশুরুর মতো এবারের বইমেলার শেষ দিনটিও ছিল সাপ্তাহিক ছুটির দিন। গতকাল শুক্রবার তাই সকাল থেকে আসতে শুরু করেন দর্শনার্থীরা। শিশুপ্রহরে বাচ্চাদের দল এসেছিল পরিবারের সঙ্গে। ক্রমে বেলা বাড়তেই বড়দের ভিড় লেগে যায়। এক বছরের জন্য বিদায় নিচ্ছে বইমেলা, তাই ভিড় ছিল শেষ মুহূর্ত পর্যন্ত।
৭ ঘণ্টা আগে