জসিম মাহমুদ,চাটখিল (নোয়াখালী)
নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রায় তিন লাখ মানুষের বাস। উপজেলার বাসিন্দাদের স্বাস্থ্য সেবার জন্য তৈরি করা হয়েছে ৫০ শয্যা বিশিষ্ট চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার বাসিন্দাদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করলেও নেই সঠিক সেবা। এখনও পর্যন্ত সেখানে ৫০টি পদ খালি পড়ে রয়েছে। যার কারণে সেবা ব্যহত হচ্ছে। অল্প সংখ্যক কর্মচারি দিয়ে চলছে তিন লাখ মানুষের সেবার জন্য তৈরি স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন চিকিৎসকের মধ্যে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও খালি রয়েছে ১০টি। কার্ডিওলোজি, চর্ম ও যৌন, ইএনটি, চক্ষু, গাইনী, অর্থোপেডিক্স, শিশু, সার্জারী, এ্যানেসথেসিয়া ও মেডিকেল অফিসার এবং ইউনানিসহ ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের পদ রয়েছে সেখানে। এছাড়া স্বাস্থ্য সহকারি ৪৫ টির মধ্যে ১২টি, সিনিয়র ষ্টাফ নার্স ২০ টির মধ্যে ৬টি, সিনিয়র ষ্টাফ নার্স (মিডওয়াইফারি) ৪ টির মধ্যে ২টি, স্বাস্থ্য পরিদর্শক ৩টির মধ্যে ২টি, মেডিকেল অফিসার (ইনডোর) একটির মধ্যে একটি, সহকারী সার্জন ১০টির মধ্যে একটি, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক একটির মধ্যে একটি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৩টির মধ্যে একটি পদসহ অন্যান্য বিভিন্ন পদে মোট ৫০টি পদ দীর্ঘ দিন থেকে খালি।
স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তার না পেয়ে এলাকার মানুষ জেলা শহরে গিয়ে অনেক অর্থ ব্যয় করছে। যাদের সেই সামর্থ নেই তাঁরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ দিকে যে কয়জন স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা-কর্মচারীরা আছেন তারা অতিরিক্ত কাজ করছেন। যার কারণে সঠিকভাবে কাজ হচ্ছে না। করোনার সময়ে অতিরিক্ত রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক হিমশিম খেতে হচ্ছে। অনেক সময় পুলিশ এনে রোগীদের নিয়ন্ত্রন করতে হয়।
হাসপাতালের প্রশাসানিক শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সর্তে বলেন, জনবল সংকটের কারণে তারা অতিরিক্ত কাজ করে হাঁপিয়ে উঠছেন। তারা সঠিকভাবে সেবা দিতেও পারছেন না।
গত সোমবার সকাল সোয়া ১১টার দিকে ডা. আবু ইব্রাহীম অপুর রুমে কয়েকজন অভিভাবক তাদরে শিশুদেরকে নিয়ে চিকিৎসার জন্য গেলে বহিরাগত এক ব্যক্তি চিকিৎসা দিচ্ছেন দেখে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানালে তিনি তাৎক্ষনিক গিয়ে ঐ ব্যক্তির পরিচয় জানতে চাইলে জৈনক ব্যক্তি নিজেকে ডাক্তার আবু ইব্রাহীম অপুর সহকারি দাবি করেন।
এই ব্যাপারে ডা. আবু ইব্রাহীম অপুর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ডা. অপু প্রাইভেট ক্লিনিকে চেম্বার করতে গেলে ঐ ব্যক্তিকে তাঁর দায়িত্বে রেখে যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি আজকের পত্রিকাকে বলেন, এ সকল বিষয়ে জেলা সিভিল সার্জনকে বারবার জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখারের বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অচিরেই সমস্যার সমাধান হবে।
নোয়াখালীর চাটখিল উপজেলায় প্রায় তিন লাখ মানুষের বাস। উপজেলার বাসিন্দাদের স্বাস্থ্য সেবার জন্য তৈরি করা হয়েছে ৫০ শয্যা বিশিষ্ট চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার বাসিন্দাদের জন্য স্বাস্থ্য কমপ্লেক্স তৈরি করলেও নেই সঠিক সেবা। এখনও পর্যন্ত সেখানে ৫০টি পদ খালি পড়ে রয়েছে। যার কারণে সেবা ব্যহত হচ্ছে। অল্প সংখ্যক কর্মচারি দিয়ে চলছে তিন লাখ মানুষের সেবার জন্য তৈরি স্বাস্থ্য কমপ্লেক্স।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন চিকিৎসকের মধ্যে ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসকের পদ থাকলেও খালি রয়েছে ১০টি। কার্ডিওলোজি, চর্ম ও যৌন, ইএনটি, চক্ষু, গাইনী, অর্থোপেডিক্স, শিশু, সার্জারী, এ্যানেসথেসিয়া ও মেডিকেল অফিসার এবং ইউনানিসহ ১০ জন বিশেষজ্ঞ ডাক্তারের পদ রয়েছে সেখানে। এছাড়া স্বাস্থ্য সহকারি ৪৫ টির মধ্যে ১২টি, সিনিয়র ষ্টাফ নার্স ২০ টির মধ্যে ৬টি, সিনিয়র ষ্টাফ নার্স (মিডওয়াইফারি) ৪ টির মধ্যে ২টি, স্বাস্থ্য পরিদর্শক ৩টির মধ্যে ২টি, মেডিকেল অফিসার (ইনডোর) একটির মধ্যে একটি, সহকারী সার্জন ১০টির মধ্যে একটি, প্রধান সহকারী কাম হিসাব রক্ষক একটির মধ্যে একটি, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ৩টির মধ্যে একটি পদসহ অন্যান্য বিভিন্ন পদে মোট ৫০টি পদ দীর্ঘ দিন থেকে খালি।
স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষজ্ঞ ডাক্তার না পেয়ে এলাকার মানুষ জেলা শহরে গিয়ে অনেক অর্থ ব্যয় করছে। যাদের সেই সামর্থ নেই তাঁরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এ দিকে যে কয়জন স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা-কর্মচারীরা আছেন তারা অতিরিক্ত কাজ করছেন। যার কারণে সঠিকভাবে কাজ হচ্ছে না। করোনার সময়ে অতিরিক্ত রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষকে অনেক হিমশিম খেতে হচ্ছে। অনেক সময় পুলিশ এনে রোগীদের নিয়ন্ত্রন করতে হয়।
হাসপাতালের প্রশাসানিক শাখার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার সর্তে বলেন, জনবল সংকটের কারণে তারা অতিরিক্ত কাজ করে হাঁপিয়ে উঠছেন। তারা সঠিকভাবে সেবা দিতেও পারছেন না।
গত সোমবার সকাল সোয়া ১১টার দিকে ডা. আবু ইব্রাহীম অপুর রুমে কয়েকজন অভিভাবক তাদরে শিশুদেরকে নিয়ে চিকিৎসার জন্য গেলে বহিরাগত এক ব্যক্তি চিকিৎসা দিচ্ছেন দেখে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাকে জানালে তিনি তাৎক্ষনিক গিয়ে ঐ ব্যক্তির পরিচয় জানতে চাইলে জৈনক ব্যক্তি নিজেকে ডাক্তার আবু ইব্রাহীম অপুর সহকারি দাবি করেন।
এই ব্যাপারে ডা. আবু ইব্রাহীম অপুর সাথে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। স্থানীয়রা জানান, ডা. অপু প্রাইভেট ক্লিনিকে চেম্বার করতে গেলে ঐ ব্যক্তিকে তাঁর দায়িত্বে রেখে যান।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মোস্তাক আহমেদের সঙ্গে যোগাযোগ করলে তিনি আজকের পত্রিকাকে বলেন, এ সকল বিষয়ে জেলা সিভিল সার্জনকে বারবার জানানো হয়েছে। তিনি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন।
নোয়াখালী জেলা সিভিল সার্জন ডা. মাসুদ ইফতেখারের বলেন, বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে অচিরেই সমস্যার সমাধান হবে।
রাজধানীর মাইলস্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধবিমানটি বিধ্বস্ত হওয়ার প্রায় ১ ঘণ্টা পর উদ্ধার করা হয় এর পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলামকে। তখনো তাঁর দেহে প্রাণ ছিল। প্যারাস্যুট না খোলায় পাইলট অনিয়ন্ত্রিত গতিতে মূল দুর্ঘটনাস্থলের অদূরেই পড়ে গুরুতর আহত হন। তবে ভয়াবহ..
৬ ঘণ্টা আগেঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদীর ভুরঘাটা বাসস্ট্যান্ড থেকে উজিরপুরের জয়শ্রী পর্যন্ত ২৩ কিলোমিটার অংশে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে সংস্কারকাজ করা হচ্ছে। কিন্তু সেই কাজ শেষ না হতেই আবার অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করছে শত শত দূরপাল্লার বাস, ট্রাকসহ স্থানীয় যানবাহন।
৬ ঘণ্টা আগেআসল দুধের সঙ্গে সোডা, পাম তেল, ডিটারজেন্ট, হাইড্রোজেন পার-অক্সাইডসহ বিভিন্ন উপাদান মিশিয়ে বিপুল পরিমাণ ভেজাল দুধ তৈরি করা হতো। সরবরাহ করা হতো স্থানীয় প্রাণ দুগ্ধ সংগ্রহ কেন্দ্রে। সেই দুধ চলে যেত রাজধানী ঢাকাসহ সারা দেশে।
৬ ঘণ্টা আগেগ্রামীণ এলাকায় গড়ে তোলা হয়েছে মুরগির খামার। সেই খামারের গন্ধ ছড়িয়ে পড়ছে বসতবাড়িতে। এখানেই শেষ নয়, মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছে গ্রামের খালে। এতে দুর্গন্ধ যেমন ছড়াচ্ছে, তেমনি নষ্ট হচ্ছে জলাধারের পরিবেশ। এলাকাবাসী অভিযোগ করলে দেওয়া হচ্ছে হুমকি। প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়ার পরও থামছে না পরিবেশদূষণ।
৭ ঘণ্টা আগে