Ajker Patrika

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, পরীক্ষাকেন্দ্রের পাশে বোমা বিস্ফোরণ

ফেনী প্রতিনিধি
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

ফেনীর দাগনভূঞায় বাজার ইজারা নিয়ে বিরোধের জেরে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। আজ মঙ্গলবার উপজেলার জিরোপয়েন্ট এলাকায় এই ঘটনা ঘটে। সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

স্থানীয়রা জানান, দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন এবং সদ্য বহিষ্কৃত ছাত্রদল নেতা কাজী জামশেদুর রহমান ফটিকের অনুসারীদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি আকবর হোসেনের এক অনুসারী দাগনভূঞা বাজারের ইজারা পান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

গতকাল সোমবার বাজারে টাকা তোলা নিয়ে বাগ্‌বিতণ্ডার পর আজ (মঙ্গলবার) তা সংঘর্ষে রূপ নেয়। দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষস্থলের পাশে একটি এসএসসি পরীক্ষাকেন্দ্র থাকায় পরীক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে দাগনভূঞা উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের একজন কর্মী নিয়ম মেনে বাজার ইজারা নিয়েছে। টাকা তুলতে গেলে ফটিকের অনুসারীরা বাধা দেয় এবং অতর্কিতে হামলা চালায়।’

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

অপর দিকে ছাত্রদল নেতা ফটিক বলেন, ‘আকবরের অনুসারীরা অস্ত্র নিয়ে বাজারে অবস্থান নেয়। প্রকাশ্যে গুলি করে এবং ককটেল ফাটায়। আমাদের কয়েক নেতা-কর্মী আহত হয়েছেন। এরপর পুলিশ এসে আমাদের লোকদের আটক করে।’

জানতে চাইলে ফেনীর সহকারী পুলিশ সুপার (সোনাগাজী-দাগনভূঞা সার্কেল) তছলিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘বাজার ইজারাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ হয়েছে। একই সময় এসএসসি পরীক্ষাকেন্দ্রের পাশে বিস্ফোরণে আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। এ ঘটনায় যৌথ বাহিনীর অভিযান হয়। ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য ৩৫ জনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের সংখ্যালঘু ইস্যুতে বাংলাদেশের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল দিল্লি

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত