Ajker Patrika

চবি ছাত্রলীগ সভাপতিকে ধাওয়া, নতুন কমিটির দাবিতে ফটক আটকে নেতা–কর্মীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১৯: ১৮
Thumbnail image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেলকে লাঠিসোঁটা নিয়ে ধাওয়া দিয়েছেন নেতাকর্মীরা। পরে তারা নতুন কমিটির দাবিতে ফটক আটকে বিক্ষোভ করেন।

গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্মরণ চত্বর এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রক্টরিয়াল বডির আশ্বাসে রাত ১২ টার দিকে তারা ফটক খুলে দেয়।

সভাপতিকে ধাওয়া দেওয়া নেতাকর্মীরা শাখা ছাত্রলীগের উপগ্রুপ সিএফসি ও বিজয়ের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। এর মধ্যে সিএফসি গ্রুপের নেতৃত্ব দিতেন সভাপতি নিজে।

ছাত্রলীগের নেতাকর্মীরা জানান, বেশকিছু ঘটনায় সমালোচিত হওয়ার পর ঈদের আগ থেকে ক্যাম্পাসের বাইরে ছিলেন শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তবে ঈদের বন্ধের পর কিছু অনুসারী নিয়ে ফের ক্যাম্পাসে আসেন তিনি। সর্বশেষ কেন্দ্র ঘোষিত ‘বিএনপির নৈরাজ্যের’ প্রতিবাদে ছাত্রসমাবেশ করার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ খবর ছড়িয়ে পড়লে সিএফসি ও বিজয়ের নেতা-কর্মীরা তাঁকে ধাওয়া দেন। পরে মূল ফটকে তালা দিয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে সিএফসি গ্রুপের নেতা ও শাখা ছাত্রলীগের সহসভাপতি মির্জা খবির সাদাফ আজকের পত্রিকাকে বলেন, রেজাউল হক রুবেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কিন্তু এরপরও তিনি ক্যাম্পাস অস্থিতিশীল করতে এসেছিলেন। ছাত্রলীগের নেতাকর্মীরা তাঁকে ধাওয়া দিয়েছে। পরে নেতাকর্মীরা নতুন কমিটির দাবিতে ফটক আটকে বিক্ষোভ করেছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের বিক্ষোভ। ছবি: সংগৃহীততবে ধাওয়ার বিষয়টি অস্বীকার করেছেনে শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল। তিনি আজকের পত্রিকাকে বলেন, আমি রাতে বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে জিরো পয়েন্ট ও শহীদ মিনার এলাকায় কর্মসূচি পালন করেছি। সেখানে কয়েকশ কর্মী অংশ নেয়। কর্মসূচি শেষ করে আমি ব্যক্তিগত কাজে চলে যাই। এ সময় ছাত্রলীগের কিছু পথভ্রষ্ট কর্মী আমার কর্মসূচিতে আসা কর্মীদের সঙ্গে ঝামেলা করে। পরে আমরা কর্মীরা তাদের ধাওয়া দেয়। 

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুরুল আজিম সিকদার আজকের পত্রিকাকে বলেন, রাতে ছাত্রদের গ্রুপিং ঝামেলা হয়েছিল। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত