Ajker Patrika

কাভার্ডভ্যানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন, গ্রেপ্তার ৩ 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
কাভার্ডভ্যানে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন, গ্রেপ্তার ৩ 

চট্টগ্রামের সাতকানিয়ায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানে ঝুঁকিপূর্ণ ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন করে গ্যাস বিক্রির অভিযোগে তিনজনকে আটক করেছে র‍্যাব। এ সময় ৬১৪টি গ্যাস ভর্তি সিলিন্ডারসহ চারটি কাভার্ডভ্যান জব্দ করা হয়। 

গতকাল উপজেলা সাতকানিয়ার কেরানীহাট-বান্দরবান সড়কের পাশে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হলেও আজ সোমবার র‍্যাবের পক্ষ থেকে এ বিষয়টি জানানো হয়।

এই ঘটনায় সাতকানিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটকেরা হলেন–মো. আজিজুল হক (৪৫), মো. আলমগীর (৪০) ও হুমায়ন কবির (২৭)। অভিযুক্তরা উপজেলাটির কেঁওচিয়া ও হাতুরাপাড়া গ্রামের বাসিন্দা। 

কাভার্ডভ্যানের ভেতরে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডারর‍্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পেয়ে সাতকানিয়ার ওইস্থানে অভিযান চালালে তাঁরা বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। এ ছাড়া তাঁদের বিস্ফোরক অধিদপ্তরের কোনো অনুমোদন ছিল না। পরে তাঁদের আটক করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘তাঁদের জিজ্ঞাসাবাদে জানা গেছে, চক্রটি দীর্ঘদিন ধরে অবৈধ ও ঝুঁকিপূর্ণভাবে কাভার্ডভ্যানের ভেতরে ভ্রাম্যমাণ সিএনজি স্টেশন তৈরি করে ব্যবসা করছে। বিশেষ প্রক্রিয়ায় কাভার্ডভ্যানের ভেতর সিলিন্ডার স্থাপন করে গ্যাসগুলো মজুত করা হয়। 

পরে সাতকানিয়া, লোহাগাড়া, বাঁশখালী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় সিএনজি অটোরিকশাগুলোর কাছে এসব গ্যাস চড়া মূল্যে বিক্রি করা হয়। প্রতিটি কাভার্ডভ্যানে গড়ে দেড় শ ওপরে সিলিন্ডার স্থাপন করা ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত