ফেনী প্রতিনিধি
ফেনীতে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক পুলিশ সদস্যও আছেন। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দিচ্ছিলেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। শহরের ট্রাংক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখামাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেওয়া হচ্ছিল। সেখান থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি জয়ের নেতৃত্বে মারধর করতে করতে শিক্ষার্থীদের ফেনী সরকারি কলেজের ভেতরে নিয়ে যান। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকেও হেনস্তা করতে দেখা গেছে।
পরে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাংক রোডের দিকে আসতে শুরু করলে তাদের ধাওয়া করে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপুর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।
কামরান নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য শহরে আসি। ছাত্রলীগের নেতা-কর্মীরা পথে পথে আমাদের বাধা ও মারধর করেছে। পরে প্রতিবাদ মিছিল নিয়ে দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে তারা অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।’
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, ‘কে, কার ওপর, কী জন্য আক্রমণ করেছে আমরা এখনো স্পষ্ট নই। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ফেনীতে কোটা সংস্কার ও শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে হামলা করেছেন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে এক পুলিশ সদস্যও আছেন। আজ বুধবার বেলা সোয়া ১১টার দিকে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দিচ্ছিলেন ছাত্রলীগ নেতা-কর্মীরা। শহরের ট্রাংক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখামাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেওয়া হচ্ছিল। সেখান থেকে জেলা ছাত্রলীগের সহসভাপতি জয়ের নেতৃত্বে মারধর করতে করতে শিক্ষার্থীদের ফেনী সরকারি কলেজের ভেতরে নিয়ে যান। এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তাকেও হেনস্তা করতে দেখা গেছে।
পরে বেলা ১১টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাংক রোডের দিকে আসতে শুরু করলে তাদের ধাওয়া করে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহমেদ তপুর নেতৃত্বে ছাত্রলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেন।
কামরান নামে এক শিক্ষার্থী বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা সকাল থেকে শান্তিপূর্ণ কর্মসূচি পালনের জন্য শহরে আসি। ছাত্রলীগের নেতা-কর্মীরা পথে পথে আমাদের বাধা ও মারধর করেছে। পরে প্রতিবাদ মিছিল নিয়ে দোয়েল চত্বর এলাকায় পৌঁছালে তারা অতর্কিত ইট-পাটকেল নিক্ষেপ ও লাঠিপেটা করে। আমাদের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে।’
ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস্) মুহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, ‘কে, কার ওপর, কী জন্য আক্রমণ করেছে আমরা এখনো স্পষ্ট নই। এ বিষয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছি। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।’
পঞ্চগড়ের দেবীগঞ্জে ডাম্প ট্রাক মেরামতের সময় বিদ্যুতায়িত হয়ে রুবেল ইসলাম নামের এক মোটর মেকানিকের মৃত্যু হয়েছে। এ সময় ট্রাকের সহকারী হাবিব গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার দুপুরের দিকে উপজেলার ডোমার সড়কের আব্দুলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৮ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে কালবৈশাখী ঝড় ব্যাপক তাণ্ডব চালিয়েছে। আজ সোমবার ভোরে ১ ঘণ্টার ঝড়ে উপজেলার মঘাদিয়া, ইছাখালী ইউনিয়নসহ বিভিন্ন স্থানে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এ ছাড়া গাছপালা ও বিদ্যুৎ সরবরাহের খুঁটি ভেঙে পড়েছে। এতে বন্ধ রয়েছে কয়েটি এলাকার বিদ্যুৎ সংযোগ।
১৪ মিনিট আগেসামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সাবেক জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হামিদুল হক ও তাঁর স্ত্রী নুছরাত জাহান মুক্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
১৬ মিনিট আগেবরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান কমিটির ১ নম্বর সদস্য রফিকুল ইসলাম লাবু পদত্যাগ করেছেন। কারণ হিসেবে লাবু পদত্যাগপত্রে কমিটির নেতাদের শৃঙ্খলাবর্জিত কর্মকাণ্ড, সমন্বয়হীনতা, অবাঞ্ছিত কার্যক্রম ও ব্যাপক অনিয়মের কথা বলেছেন। পাশাপাশি তিনি এক খোলা চিঠিতে উপজেলা নেতাদের বিরুদ্ধে
২০ মিনিট আগে